রাইপুর, 28 মে : ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । গতরাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি । অবস্থা সংকটজনক ছিল । আজ চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে ভালো আছেন অজিত যোগী । হৃদস্পন্দন এবং পাল্স রেট এখন স্বাভাবিক । কিন্তু এখনও কোমায় আছেন তিনি ।
হাসপাতাল সূত্রে খবর, গতরাতে হৃদরোগে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে 74 বছরের অজিত যোগীর । এই মাসের প্রথমদিক থেকেই অসুস্থ তিনি । 9 মে কোমায় চলে যান ।