রাইপুর, 29 জানুয়ারি : যে এলাকায় মাওবাদীদের হানায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের শহিদ হওয়ার খবর পাওয়া যায়৷ সেই বস্তার জেলায় এবার সহকর্মীর গুলিতে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের৷ জখম হয়েছেন একজন৷ ছত্তিশগড়ের বস্তারের একটি শিবিরে এই ঘটনাটি শুক্রবার ঘটে৷
আধা সামরিক বাহিনীর সূত্রে জানা গিয়েছে যে অভিযুক্ত এর পর আত্মঘাতী হওয়ার চেষ্টা করে৷ কয়েকমাস ধরে তিনি মানসিক চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন৷ ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেছেন, ‘‘সকাল 8টা নাগাদ 241 নম্বর ‘বস্তারিয়া’ ব্যাটালিয়নে ঘটেছে৷ ঘটনাস্থল স্থানীয় সেডওয়া জেলার কেসলুর থানা এলাকার মধ্যে পড়ে৷’’
তিনি জানান, অভিযুক্ত কনস্টেবলের নাম গিরিশ কুমার৷ বছর 25 এর ওই কনস্টেবলকে মানসিক চিকিৎসার জন্য আলাদা করে রাখা হয়েছিল৷ আচমকাই তিনি এক সহকর্মীর রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালান৷ মৃত জওয়ানের নাম প্রমোদকুমার সারি (27)৷ আহত হয়ে হাসপাতালে ভর্তি বছর 26 এর কনস্টেবল সন্তোষ ওয়াচাম৷ আহত দুই কনস্টেবলকে জগদলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাদের রাইপুরে আকাশপথে পাঠিয়ে দেওয়া হয়৷
আরও পড়ুন :শৈত্যপ্রবাহের জেরে ঠান্ডা বাড়ল কাশ্মীরে
ছত্তিশগড়ের বস্তার মাও-উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত৷ সেখানে সারা বছরই আধা সেনা মোতায়েন করা থাকে৷ তেমনই একটি শিবিরে শুক্রবার সকালে ঘটনাটি ঘটে৷