পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সবরকম প্রবেশিকা পরীক্ষা বাতিল ছত্তিশগড়ে - PMCA 2020

কোরোনা সংক্রমণ রুখতে এবার উচ্চশিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষা বাতিল করল ছত্তিশগড় সরকার ।

Chhattisgarh announces cancellation of exams amid lockdown
Chhattisgarh announces cancellation of exams amid lockdown

By

Published : Jul 28, 2020, 12:56 AM IST

রায়পুর, 27 জুলাই : দিন দিন কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । তাই সবরকম প্রবেশিকা পরীক্ষা বাতিল করল ছত্তিশগড় সরকার । ছত্তিশগড় প্রফেশনাল এগজ়ামিনেশন বোর্ড চলতি বছরের সমস্ত প্রবেশিকা পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ।

এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । যে পরীক্ষাগুলি বাতিল হয়েছে সেগুলি হল প্রি ইঞ্জিনিয়ারিং টেস্ট (PET) 2020, প্রি ফার্মেসি টেস্ট (PPHT) 2020, প্রি পলিটেকনিক টেস্ট (PPT)2020, প্রি মাস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট (PMCA) 2020 এবং অন্যান্য প্রবেশিকা পরীক্ষা ।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য কোনও প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না । বিশ্ববিদ্যালয়গুলি এবার থেকে প্রার্থীদের স্নাতক পরীক্ষার নম্বরের উপর নির্ভর করেই ভরতি নেবে ।

ABOUT THE AUTHOR

...view details