কেমন ছিল চন্দ্রযানের সফর? - Atal Bihari Vajpayee
আতঙ্কের 15 মিনিটই যেন কাল হল । চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার দূরেই সংকেত ছিন্ন হয় বিক্রম ল্যান্ডারের । কেমন ছিল সেই সফর?
স্বপ্ন থেকে বাস্তব, কেমন ছিল চন্দ্রযানের সফর?
2000 সালে স্বপ্ন দেখা শুরু । সবকিছু ঠিকঠাকই ছিল । প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে সফল অবতরণ তখন কয়েক সেকেন্ড দূরে । কিন্তু, আতঙ্কের 15 মিনিটই যেন কাল হল । চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার দূরেই সংকেত ছিন্ন হয় বিক্রম ল্যান্ডারের । চলতি বছরের 22 জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-2 । কেমন ছিল সেই সফর?
- 15 অগাস্ট, 2000 : স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণে ভারতের চন্দ্রাভিযানের পরিকল্পনা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ।
- নভেম্বর 2003 : কেন্দ্রীয় সরকারের অনুমোদনে চাঁদের কক্ষপথে দুই বছর প্রদক্ষিণ করার লক্ষ্য নিয়ে শুরু হয় চন্দ্রযান-1 তৈরির কাজ ।
- 22 অক্টোবর, 2008 : শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-1-এর সফল উৎক্ষেপণ । চতুর্থ স্টেজ PSLV-র সাহায্যে এই উৎক্ষেপণ হয় ।
- 26 নভেম্বর, 2008: ভারতে তৈরি করা ক্যামেরার সাহায্যে প্রথমবার চাঁদের ছবি তুলে পাঠাল চন্দ্রযান-1 ।
- 25 মার্চ, 2009 : প্রথমবার পৃথিবীর পূর্ণাঙ্গ ছবি তুলে পাঠাল চন্দ্রযান-1 ।
- জানুয়ারি 2009 : NASA-র অ্যাপোলো মিশনের অবতরণের স্থান খোঁজার কাজ শেষ করে চন্দ্রযান-1 । 6টি অবতরণ স্থান খুঁজে পেতে সমর্থ হয় চন্দ্রযান-1 ।
- 29 জানুয়ারি, 2009 : মহাকাশে 100 দিন সম্পূর্ণ করে চন্দ্রযান-1 । ভারত ছাড়াও ইওরোপের ও অ্যামেরিকার মহাকাশ সংস্থাগুলি চন্দ্রযান-1 অভিযানের পর্যালোচনা শুরু করে ।
- 28 অগাস্ট, 2009 : চন্দ্রযান-1 অভিযান শেষ হয় । দুই বছর অভিযান হওয়ার কথা ছিল । তবে উৎক্ষেপণের 312 দিন পরই পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় চন্দ্রযান-1 এর । ISRO জানায়, 312 দিনেই অভিযানের লক্ষ্যমাত্রার 95 শতাংশ পূরণ করেছে চন্দ্রযান-1 ।
- 12 নভেম্বর, 2007 : রাশিয়ান ফেডেরাল স্পেস এজেন্সি এবং ISRO চন্দ্রযান-2 মিশনে এক সঙ্গে কাজ করার চুক্তি করে ।
- 18 সেপ্টেম্বর, 2008 : তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার চন্দ্রযান-2 অভিযানের অনুমোদন দেয় ।
- অগাস্ট 2009 : ISRO ও রাশিয়ান ফেডেরাল স্পেস এজেন্সি চন্দ্রযান-2 এর নকশা চূড়ান্ত করে ।
- 2016 : রাশিয়ান ফেডেরাল স্পেস এজেন্সি ল্যান্ডার দিতে দেরি করায় বারবার পিছিয়ে যায় চন্দ্রযান-2 অভিযান । শেষ পর্যন্ত চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া । ISRO সিদ্ধান্ত নেয় নিজেরাই ল্যান্ডার তৈরি করবে ।
- 28 জুন, 2019 : GSLV MkIII-M১-এর ব্যাটারি ইনস্টলেশনের কাজ শেষ হয় । GSLV-র সাহায্যেই চন্দ্রযান-2 এর উৎক্ষেপণ হয় ।
- 29 জুন, 2019 : সব পরীক্ষা-নিরীক্ষার পর ল্যান্ডার বিক্রম-এর সঙ্গে রভার প্রজ্ঞান-কে যুক্ত করা হয় ।
- 1 জুলাই, 2019 : GSLV-র সঙ্গে চন্দ্রযান-2-কে যুক্ত করা হয় ।
- 2 জুলাই, 2019 : ক্যামেরা সহ বাকি যন্ত্রাংশ চন্দ্রযান-2-এ যুক্ত করা হয় ।
- 6 জুলাই, 2019 : লঞ্চপ্যাডে নিয়ে যাওয়া হয় GSLV MkIII-M১-কে ।
- 8 জুলাই, 2019 : উৎক্ষেপণ প্রক্রিয়ার ড্রেস রিহার্সাল শুরু হয় ।
- 12 জুলাই, 2019 : প্রপাল্যান্ট ট্যাঙ্কে জ্বালানি ভরা হয় ।
- 15 জুলাই, 2019: ভোর 2 টা 51 মিনিটে অন্ধ্রপ্রেদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও যান্ত্রিক গোলযোগে বাতিল হয় উৎক্ষেপণ ।
- 22 জুলাই, 2019 : দুপুর 2 টা 43 মিনিটে উৎক্ষেপণ হয় চন্দ্রযান-2 এর ।
- 20 অগাস্ট, 2019 : মহাকাশে 28 দিন কাটিয়ে সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান-2 ৷ সকাল 9 টা 2 মিনিটে চাঁদের কক্ষপথে পৌঁছায় ৷
- 22 অগাস্ট, 2019 : চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠায় চন্দ্রযান-2 । ISRO জানায়, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 কিমি উঁচু থেকে এই ছবি তোলে চন্দ্রযান-2 ।
- 2 সেপ্টেম্বর, 2019 : ভারতীয় সময় দুপুর 1 টা 15 মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম ৷
- 4 সেপ্টেম্বর, 2019 : সফলভাবে দ্বিতীয় ডি-অর্বিটিং সম্পন্ন করে ল্যান্ডার বিক্রম । ভারতীয় সময় ভোর 3 টা 42 মিনিটে ডি-অর্বিটিং হয় ।
- 7 সেপ্টেম্বর, 2019 : প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে নামার কয়েক মুহূর্তে আগেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ISTRAC কেন্দ্রের ।