নিউ দিল্লি, ২২ জানুয়ারি : চন্দ্রযান-৩ এর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)- প্রধান কে শিভান সাংবাদিকদের বলেন, "চন্দ্রযান-৩ এর কাজ দ্রুত গতিতে শুরু হয়ে গিয়েছে।"
চন্দ্রযান-3 এর কাজ দ্রুত গতিতে চলছে, বললেন ISRO প্রধান - chandrayaan-3_work_started_isro_chief
ভারতের তৃতীয় চন্দ্র অভিযানের জন্য চন্দ্রযান-৩ এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিন ISRO- প্রধান কে শিভান সাংবাদিকদের বলেন, "চন্দ্রযান-৩ এর কাজ দ্রুত গতিতে শুরু হয়ে গিয়েছে।"
উল্লেখ্য, এর আগেই ISRO- প্রধান কে শিভান জানান, চন্দ্রযান-3-এর জন্য সরকার অনুমোদন দিয়ে দিয়েছেন। এই পুরো অভিযানের জন্য মোটামোটি 250 কোটি টাকা খরচ হতে পারে বলেও জানানো হয়েছে। চন্দ্রযান-2 অবতরণ করার ঠিক আগেই আছড়ে পরার জায়গাতেই চন্দ্রযান-৩ অবতরণের পরিকল্পনা রয়েছে ISRO-এর।
উল্লেখ্য, চন্দ্রযান-2-এর সঙ্গে চন্দ্রযান-3 এর পরিকাঠামোর খুব একটি পার্থক্য নেই বলেই জানান ISRO- প্রধান কে শিভান। এর পাশাপাশি এদিন কে শিভান জানান, চার জন মহাকাশচারীর নাম ইতিমধ্যেই তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের এই মাসের শেষেই রাশিয়াতে প্রশিক্ষণে পাঠানো হবে। এদিন চন্দ্র অভিযান সম্পর্কে বলতে গিয়ে কে শিভান রাকেশ শর্মার উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, 1984 সালে রাকেশ শর্মা রাশিয়ান মডেলে চন্দ্র অভিযান করেন। কিন্তু এবারে মহাকাশচারীরা ভারতের নিজস্ব মডিউলেই যাবেন বলেও জানান তিনি।