পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহড়া সফল, কাল দুপুরেই চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-2 - ইসরো

মিশন চন্দ্রায়ন 2 ৷ এবার আরও বেশি আত্মবিশ্বাসী ISRO ৷ পুরোদমে উৎক্ষেপণের প্রস্তুতি চলছে শ্রীহরিকোটায় ৷

আগামীকাল চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) চন্দ্রযান-2

By

Published : Jul 21, 2019, 1:27 PM IST

Updated : Jul 21, 2019, 2:10 PM IST

শ্রীহরিকোটা, 21 জুলাই : মানুষের চন্দ্রবিজয়ের 50 বছর পূর্ণ হয়েছে গতকালই । আর আগামীকাল চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) চন্দ্রযান-2 ৷ যদিও সরকারি ভাবে প্রযুক্তিগত ত্রুটি সম্পর্কে মুখ খোলেনি ISRO । তবে 'বাহুবলী' রকেটের 'লিক' মেরামতও হয়ে গেছে, টুইটারে এমনই বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা ৷ তাই এবার আরও বেশি আত্মবিশ্বাসী তাঁরা ৷ পুরোদমে উৎক্ষপণের প্রস্তুতি চলছে শ্রীহরিকোটায় ৷

সোমবার দুপুরে চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-2 । ঠিক দুপুর 2.43 মিনিটে ৷ ISRO-র তরফে বৃহস্পতিবার চন্দ্রযান-2 উৎক্ষেপণের এই নতুন দিন ও ক্ষণ ঘোষণা করা হয়েছে । উৎক্ষেপণের মহড়া সফল হওয়ায় কালকের দিনটা নিয়ে আরও বেশি আশাবাদী ISRO৷ ISRO-র প্রাক্তন চেয়ারম্যান এ এস কিরণ কুমারও জানিয়েছেন, সোমবার চাঁদে পাড়ি দিতে প্রস্তুত চন্দ্রযান-2 ৷

সূত্রের খবর, যে সামান্য ত্রুটি ছিল, তা সারিয়ে নিয়েছেন বিজ্ঞানীরা ৷ চার দিন ধরে মেরামতির কাজ চালিয়েছেন বিজ্ঞানীরা । তারপরই মহাকাশ বিজ্ঞানের নানা অঙ্ক কষে উড়ানের নতুন নির্ঘণ্ট স্থির করেছে ISRO । এর আগে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের রওনা হওয়ার কথা ছিল 15 জুলাই রাত 2.51 মিনিটে । কিন্তু উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা আগে (আদতে 56 মিনিট 24 সেকেন্ড) অত্যন্ত শক্তিশালী ও সর্বাধুনিক GSLV-মার্ক-3 রকেটের লিকুইড প্রপেল্যান্ট চেম্বারে তরল জ্বালানি ভরার সময় তা ‘লিক’ করতে শুরু করে । পরমুহূর্তেই অভিযান সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ISRO ৷

চাঁদের একদিন মানে পৃথিবীর 14 দিন । যেহেতু চন্দ্রযানের ল্যান্ডার, রোভার সৌরশক্তিতে চলবে, তাই চাঁদে দিন থাকাকালীনই চন্দ্রযানকে অবতরণ করতে হবে, সেই সময়ের সঙ্গে তাল মিলিয়েই 6 সেপ্টেম্বরকে বেছে নিয়েছিল ISRO ৷ চাঁদের মাটির ছোঁয়ার দিনে পরিবর্তন হচ্ছে কি না, তা-ও জানায়নি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা । তবে সূত্রের খবর, পূর্বনির্ধারিত 6 সেপ্টেম্বরই চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারে চন্দ্রযান-2 ৷

Last Updated : Jul 21, 2019, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details