অমরাবতী, 11 সেপ্টেম্বর : উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ ৷ জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিরাট বিক্ষোভের কর্মসূচির পরিকল্পনা করেছিলেন বিরোধী দলনেতা চন্দ্রবাবু নাইডু ৷ তার আগেই বদলে গেল পরিস্থিতি ৷ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তাঁর ছেলে নারা লোকেশকে গৃহবন্দী করা হল রাজ্য প্রশাসনের তরফে ৷ গৃহবন্দী হলেন তেলুগু দেশম পার্টির নেতা দেবীনেনি অবিনাশ, কেশিনেনি নানি, ভূমা অখিলাপ্রিয়া ৷
YSRCP-র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন চন্দ্রবাবু ৷ 'চলো আত্মাকুর' কর্মসূচির আগেই গৃহবন্দী করা হল তাঁদের ৷ শাসকদলের বিরুদ্ধে হিংসা ও শোষণের অভিযোগ এনে প্রতিবাদ ও মহামিছিলে আহ্বান জানিয়েছিলেন তেলুগু দেশম পার্টি সুপ্রিমো চন্দ্রবাবু ৷ অভিযোগ, খুন করা হয়েছে TDP কর্মীদের ৷