কলকাতা, 25 জানুয়ারি : রাষ্ট্রপতি ভবনে নেতাজির পোট্রেট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এবার টুইট করলেন বিজেপি নেতা তথা নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বোস৷ তিনি নেতাজির একটি ছবি টুইটারে দিয়েছেন৷ সেটা দিয়ে তিনি দাবি করেছেন যে ওই ছবি থেকেই শিল্পী পরেশ মাইতি নেতাজির পোট্রেটটি এঁকেছেন৷
চলতি বছরে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ সেই উপলক্ষে নেতাজির একটি পোট্রেট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উন্মোচন করেন রাষ্ট্রপতি ভবনে৷ তা নিয়েই বিতর্ক হয়৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে ছবিটির উন্মোচন করেন, সেই ছবিটি আসলে নেতাজির নয়৷ এমনটাই দাবি করা হচ্ছে সোশাল মিডিয়া থেকে৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে ওই ছবিটি আসলে পর্দায় নেতাজি-রূপী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি৷
যদিও বিজেপির তরফে এই অভিযোগ আগেই নস্যাৎ করে দেওয়া হয় ৷ তাদের দাবি, নেতাজির পরিবারের তরফে শিল্পী পরেশ মাইতিকে নেতাজির একটি ছবি দেওয়া হয়েছে৷ সেটা দেখেই পোট্রেটটি এঁকেছেন পদ্মশ্রী বিজয়ী ওই শিল্পী৷ তাই এর সঙ্গে অভিনেতার মুখের মিল থাকার দাবি ভিত্তিহীন৷