পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড় : শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় যুবতির গায়ে আগুন, গ্রেপ্তার 3

বাড়িতে ঢুকে যুবতির শ্লীলতাহানি করার চেষ্টা করে তিনজন । বাধা দেন যুবতি । এরপরেই তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তিনজন ।

fire
আগুন

By

Published : May 9, 2020, 10:16 AM IST

কোরবা (ছত্তিশগড়), 9 মে : বাড়িতে একা পেয়ে এক যুবতিকে উত্ত্যক্ত করছিল। সেকাজে বাধা দেওয়ায় ওই যুবতির গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে । ওই যুবতির বয়স 27 বছর । তাঁর দেহের 60 শতাংশ পুড়ে গেছে । ছত্তিশগড়ের কোবরা জেলার বাঙ্গো থানা এলাকার একটি গ্রামের ঘটনা । পাশের জেলার একটি হাসপাতালে ওই যুবতি বর্তমানে চিকিৎসাধীন । বুধবার ঘটনাটি ঘটে । ওইদিনই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার পঙ্কজ প্যাটেল । তাদের নাম শরদ মসিহ, প্রীতম পাকিরা ও সরজ গদ ।

ওইদিন বাড়িতে একাই ছিলেন যুবতি । তাঁর স্বামীর বাড়িতে না থাকার খবর পেয়েছিল তিন যুবক । বাড়িতে ঢুকে তিনজন যুবতির শ্লীলতাহানির চেষ্টা করে । বাধা দেন যুবতি । এরপরেই তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তিনজন । যুবতির স্বামী নিকটবর্তী এক আত্মীয়ের বাড়িতে গেছিলেন । ফিরে এসে দেখেন স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে । কাতরাচ্ছেন। কোনওরকমে আগুন নিভিয়ে স্ত্রীকে তৎক্ষণাৎ নিয়ে যান স্থানীয় হাসপাতালে ।

যুবতির দেহের 60 শতাংশ পুড়ে গেছে । হাসপাতাল থেকে যুবতির বয়ান রেকর্ড করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307(খুনের চেষ্টা), 354(শ্লীলতাহানি), 34(সাধারণ উদ্দেশ্য) ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয় । গতকাল ওই যুবতিকে ছত্তিশগড় ইন্সটিউট অফ মেডিকেল সায়েন্স (CIMS) থেকে পাশের বিলাসপুর জেলার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details