পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশকে দৈনিক 50 টন অক্সিজেন সরবরাহ করবে কেন্দ্র : শিবরাজ

সাধারণত , নাগপুরের INOX নামে একটি কম্পানি মধ্যপ্রদেশে অক্সিজেন সরবরাহ করত ৷ সেখান থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ৷

By

Published : Sep 13, 2020, 5:40 PM IST

Shivraj Singh Chouhan
Shivraj Singh Chouhan

ভোপাল , 13 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মোকাবিলায় পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল মধ্যপ্রদেশে ৷ এই বিষয়ে কেন্দ্রকে অক্সিজেন সরবরাহের অনুরোধ জানিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ এবার সেই অনুরোধে সাড়া দিল কেন্দ্র সরকার ৷ মধ্যপ্রদেশকে প্রতিদিন 50 টন অক্সিজেন সরবরাহে সম্মতি প্রদান করেছে কেন্দ্র সরকার ৷ টুইট করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

তিনি টুইট করে লেখেন , " আমার অনুরোধে ভারত সরকার প্রতিদিন 50 টন অক্সিজেন সরবরাহ করতে সম্মত হয়েছে ৷ এখন দিনে আমাদের কাছে প্রায় 180 টন অক্সিজেন মজুত থাকবে ৷ " কোরোনার এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

সাধারণত , নাগপুরের INOX নামে একটি কম্পানি মধ্যপ্রদেশে অক্সিজেন সরবরাহ করত ৷ সেখান থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ৷ এই বিষয়ে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-র সঙ্গে কথা বলেন ৷এরপর তিনি কেন্দ্রকে বিষয়টি জানান ও অক্সিজেন সিলিন্ডার সরাবরাহের অনুরোধ জানান ৷

রাজ্য জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়েছে , শ্বাসকষ্টজনিত রোগের ক্ষেত্রে মধ্যপ্রদেশে প্রত্যেকদিন 110 টন অক্সিজেন প্রয়োজন ৷ চৌহান মধ্যপ্রদেশের অক্সিজেন প্ল্যান্টগুলিকে উৎপাদন আরও বাড়াতে বলেছেন ৷ তিনি আরও বলেন , " আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে , আগামী ছয় মাসে হোশানাবাদে বাবাইয়ের কাছে মোহাসায় 200 টন ক্ষমতার একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য INOX-কে সবুজ সংকেত দিয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details