পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জল জীবন প্রকল্পে পশ্চিমবঙ্গের পারফরম্যান্স হতাশাজনক : কেন্দ্র

এই বছর 55.58 লাখ বাড়িতে জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল । তার মধ্যে মাত্র 2.20 লাখ বাড়িতে জলের সংযোগ দিতে পেরেছে রাজ্য । জল জীবন প্রকল্পে রাজ্যের এই পারফরম্যান্সকে হতাশাজনক বলে উল্লেখ করল কেন্দ্র ।

Jal Jeevan mission
পানীয় জলের সংযোগ নিয়ে রাজ্যকে তিরস্কার কেন্দ্রের

By

Published : Oct 31, 2020, 8:24 AM IST

Updated : Oct 31, 2020, 8:32 AM IST

দিল্লি , 31 অক্টোবর : রাজ্যে প্রত্যেক বাড়িতে জলের ট্যাপ বসানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রাজ্য । এই নিয়ে রাজ্যের উপর অসন্তুষ্ট কেন্দ্র । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি "জল জীবন মিশন"-এর ঘোষণা করেছিলেন । এর উদ্দেশ্য , 2024-র মধ্যে দেশের প্রত্যেক বাড়িতে ট্যাপ বসানো । প্রকল্পের উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যে তা বাস্তবায়িত করার কাজ শুরু হয়ে গেছে । এই প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কি না তা খতিয়ে দেখতে সম্প্রতি পর্যালোচনা বৈঠক করে কেন্দ্র । তাতে দেখা যায়, পশ্চিমবঙ্গে এই বছর 55.58 লাখ বাড়িতে জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও, রাজ্য তার মধ্যে মাত্র 2.20 লাখ বাড়িতে সংযোগ দিতে পেরেছে । জল জীবন প্রকল্পে রাজ্যের এই পারফরম্যান্সকে হতাশাজনক বলে উল্লেখ করেছে কেন্দ্র ।

পশ্চিমবঙ্গে রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয়েছিল । যেখানে রাজ্যের আধিকারিকরা রাজ্যে কতগুলি জেলা বা ব্লক আছে , সেই বিষয়ে একটি উপস্থাপনা করেছিলেন । মিটিংয়ে দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গে 22 টি জেলা, 341 টি ব্লক, 41,357 গ্রাম এবং 1.07 লাখ আবাস রয়েছে । এই সভায় কেন্দ্রের তরফে প্রকল্পের কাজে গতি বাড়ানোর জন্য বলা হয় রাজ্যকে। কেন্দ্রের অনুদান হারানো এড়াতে বরাদ্দ তহবিলকে কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্য পূরণের নির্দেশ দেওয়া হয় । জল জীবন মিশনের অধীনে ট্যাপের জল সংযোগের ভিত্তিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুদান দিয়েছে কেন্দ্র । এই আর্থিক বছরে পশ্চিমবঙ্গকে 1,610.75 কোটি টাকা দেওয়া হয়েছিল ।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে , "মিশনের অধীনে কাজের অগ্রগতির ভিত্তিতে অতিরিক্ত তহবিল সরবরাহ করা যেতে পারে । এছাড়া পশ্চিমবঙ্গ 15 তম আর্থিক কমিশনে অনুদান হিসাবে 4,412 কোটি টাকা পাবে , যার 50 শতাংশ বাধ্যতামূলকভাবে জল ও স্যানিটেশনে ব্যয় করতে হবে । "

রাজ্যকে MGNREGS, JJM, SBM (G), CAMPA, CSR ফান্ড , লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড ইত্যাদির মাধ্যমে তাদের বর্তমান সংস্থানগুলিকে ভালোভাবে ব্যবহার করতে বলা হয়েছে । পশ্চিমবঙ্গে পানীয় জলে দূষণ রয়েছে , যা রাজ্যবাসীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ । রাজ্যের 10 টি জেলায় 42.96 লাখ পরিবারকে প্রভাবিত করেছে জাপানি এনসেফেলাইটিস এবং অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোম । এই বছরের ডিসেম্বরের মধ্যে রাজ্যে 1,566 আর্সেনিক এবং ফ্লুওরাইড প্রভাবিত স্থানগুলিতে পাইপযুক্ত জল সরবরাহ করা হবে ।

Last Updated : Oct 31, 2020, 8:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details