দিল্লি, 11 মে : লকডাউনের তৃতীয় দফায় যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল । প্রাথমিকভাবে বিশেষ কয়েকটি রুটে চালু হচ্ছে ট্রেন পরিষেবা । কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস । রেলের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিমান ও সড়ক পরিবহনও সচল করা উচিত বলে মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ।
গতকালই ভারতীয় রেলের তরফে জানানো হয়, 12 মে থেকে প্রাথমিকভাবে 15 জোড়া ট্রেন দিয়ে পরিষেবা চালুর পরিকল্পনা করেছে তারা । আজ থেকে শুরু হবে টিকিটের অনলাইন বুকিং । বিশেষ ট্রেন নিউ দিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেনদরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মডগাও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ ও জম্মু তাওয়াই স্টেশন পর্যন্ত চলবে । এই বিষয়টি সামনে আসার পর টুইটে চিদম্বরম লেখেন, "কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই । এভাবেই এবার কিছু ক্ষেত্রে বিমান ও সড়ক পরিবহন পরিষেবাও চালু করা উচিত ।"