কোরোনা নিয়ন্ত্রণে জম্মুতে কেন্দ্রীয় দল - পালমোনারি ক্রিটিকাল কেয়ার বিভাগ, AIIMS
এই দলে আছেন জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (NCDC) ডঃ এস কে সিং এবং পালমোনারি ক্রিটিকাল কেয়ার বিভাগ, AIIMS এর অধ্যাপক ডঃ বিজয় হাড্ডা ।
দিল্লি, 18 সেপ্টেম্বর : জম্মুতে কোরোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপ। কোরোনা প্যানডেমিকের প্রকোপ রুখতে ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক শুক্রবার একটি কেন্দ্রীয় দলকে এই অঞ্চলে পাঠিয়েছে ।
এই দলে আছেন জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (NCDC) ডঃ এস কে সিং এবং পালমোনারি ক্রিটিকাল কেয়ার বিভাগ, AIIMS এর অধ্যাপক ডঃ বিজয় হাড্ডা । তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নজরদারি, পরীক্ষা এবং দক্ষ ক্লিনিকাল পরিচালনার শক্তিশালীকরণের জন্য প্রশাসনকে সাহায্য করবে।
কেন্দ্রীয় দলটি রোগ নির্ণয় এবং পরবর্তী চ্যালেঞ্জগুলি দক্ষতার সঙ্গে সামাল দেওয়ার ক্ষেত্রেও গাইড করবে। কেন্দ্রীয় সরকার এর আগে আরও একটি দল শ্রীনগরে পাঠায় । দলটি উপত্যকার জেলা কালেক্টরদের সাথে COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি পর্যালোচনা করে ।
এক কর্মকর্তা জানান, " বর্তমান কেন্দ্রীয় দলটি জম্মুর জেলা কালেক্টর এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। দলটি বকশিনগর ও গান্ধিনগরের হাসপাতালও পরিদর্শন করবে ।"
পরিসংখ্যান অনুসারে, জম্মুতে মোট নিশ্চিত COVID 19 এ আক্রান্তের সংখ্যা 9482টি। এর মধ্যে 3196 জন সুস্থ হয়ে উঠেছে। জম্মুতেও 117 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে 6115 জন সক্রিয় কোরোনা আক্রান্ত রয়েছে।
কেন্দ্রীয় দলগুলি ছয়বার মহারাষ্ট্র এবং গুজরাত, তামিলনাড়ু, এবং রাজস্থানে পাঁচবার সফর করেছে। দলগুলি বিহার, কর্নাটক, দিল্লি এবং পশ্চিমবঙ্গে তিনবার করে ঘুরে গেছে ।