দিল্লি, 1 জুন : স্বদেশি পণ্য নয় ! আর তাই পুলিশ ক্যান্টিন, সশস্ত্র পুলিশ ক্যান্টিন ও CRPF ক্যান্টিনে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় এক হাজারেরও বেশি পণ্য । ডাবর, VIP ইন্ডাস্ট্রিজ়, ইউরেকা ফোর্বস, জাকুয়ার, HUL (ফুডস), নেসলে ইন্ডিয়া-সহ একাধিক বাণিজ্যিক সংস্থার প্রায় এক হাজারেরও বেশি পণ্য আর মিলবে না CAPF ক্যান্টিনে । কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারের তরফে এমনই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গতমাসে । কারণ হিসেবে দেখানো হয়েছিল, ওই সমস্ত পণ্য দেশীয় পণ্য নয় বা যে সমস্ত উপকরণ দিয়ে ওই পণ্যগুলি প্রস্তুত করা হয়েছে, তা বিদেশ থেকে আমদানি করা । আজ থেকেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল পুলিশ ক্যান্টিনগুলিতে । কিন্তু CRPF এর তরফে আজ টুইটে জানানো হয় সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে ।
CRPF -এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, "29 মে কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারের তরফে কিছু কিছু পণ্য বিক্রি হবে না বলে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে । ওই তালিকাটি আধিকারিক স্তরে ভুল করে প্রকাশিত হয়েছিল । এই ভুলের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।"