দিল্লি, 16 এপ্রিল : আদালতের নির্দেশের পর গুগল ও অ্যাপেলের স্টোর থেকে টিকটকের ডাউনলোডে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। গুগল প্লে স্টোর ও অ্যাপলকে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিয়ো ছড়ানোর অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। সেই সংক্রান্ত এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শর্ট ভিডিয়ো মোবাইল অ্যাপ্লিকেশনটির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় টিকটক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ২২ এপ্রিল শুনানি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে।