পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা-লড়াই যেন প্রধানমন্ত্রীর দপ্তরেই সীমাবন্ধ না থাকে, মন্তব্য রাহুলের - Coronavirus in India

প্রধানমন্ত্রীর উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরও বেশি করে কথা বলা । সহযোদ্ধা হিসেবেই কথা বলতে হবে । মন্তব্য রাহুল গান্ধির ।

Rahul Gandhi
রাহুল গান্ধি

By

Published : May 8, 2020, 5:45 PM IST

দিল্লি, 8 মে : তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে 17 মে । এর পর কোন পথে কোরোনার মোকাবিলা করা হবে তা নিয়ে সরকারের তরফে স্বচ্ছতা রাখা প্রয়োজন । আজ একথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । বলেন, "কোরোনার বিরুদ্ধে এই লড়াই যদি শুধু প্রধানমন্ত্রীর দপ্তরেই সীমাবদ্ধ থাকে তবে এই লড়াইয়ে আমরা কোনওদিনই জিতব না ।"

অনলাইনে সাংবাদিক বৈঠক করার সময় রাহুল গান্ধি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব কাজ করার ভঙ্গিমা আছে । হয়তো অন্যান্য অনেক ক্ষেত্রেই এগুলি কার্যকর হয়েছে । কিন্তু দেশ যখন এক নজিরবিহীন সংকটের মুখোমুখি তখন শুধুমাত্র একজন দৃঢ়চেতা প্রধানমন্ত্রীই নয়, আরও অনেক দৃঢ়চেতা নেতা, মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের প্রয়োজন । পঞ্চায়েত স্তর, জেলাস্তর ও রাজ্যস্তর থেকে দেশপ্রাণ নাগরিকদের এগিয়ে আসতে হবে । আমাদের একসঙ্গে মিলে আঞ্চলিক স্তর থেকে এই সমস্যা দূর করতে হবে । জাতীয় স্তর থেকে নয় ।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রীর উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরও বেশি করে কথা বলা । সহযোদ্ধা হিসেবেই কথা বলতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details