দিল্লি, 8 মে : তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে 17 মে । এর পর কোন পথে কোরোনার মোকাবিলা করা হবে তা নিয়ে সরকারের তরফে স্বচ্ছতা রাখা প্রয়োজন । আজ একথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । বলেন, "কোরোনার বিরুদ্ধে এই লড়াই যদি শুধু প্রধানমন্ত্রীর দপ্তরেই সীমাবদ্ধ থাকে তবে এই লড়াইয়ে আমরা কোনওদিনই জিতব না ।"
কোরোনা-লড়াই যেন প্রধানমন্ত্রীর দপ্তরেই সীমাবন্ধ না থাকে, মন্তব্য রাহুলের - Coronavirus in India
প্রধানমন্ত্রীর উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরও বেশি করে কথা বলা । সহযোদ্ধা হিসেবেই কথা বলতে হবে । মন্তব্য রাহুল গান্ধির ।
অনলাইনে সাংবাদিক বৈঠক করার সময় রাহুল গান্ধি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব কাজ করার ভঙ্গিমা আছে । হয়তো অন্যান্য অনেক ক্ষেত্রেই এগুলি কার্যকর হয়েছে । কিন্তু দেশ যখন এক নজিরবিহীন সংকটের মুখোমুখি তখন শুধুমাত্র একজন দৃঢ়চেতা প্রধানমন্ত্রীই নয়, আরও অনেক দৃঢ়চেতা নেতা, মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের প্রয়োজন । পঞ্চায়েত স্তর, জেলাস্তর ও রাজ্যস্তর থেকে দেশপ্রাণ নাগরিকদের এগিয়ে আসতে হবে । আমাদের একসঙ্গে মিলে আঞ্চলিক স্তর থেকে এই সমস্যা দূর করতে হবে । জাতীয় স্তর থেকে নয় ।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রীর উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরও বেশি করে কথা বলা । সহযোদ্ধা হিসেবেই কথা বলতে হবে ।"