দিল্লি, 22 জুন : পুরীর রথযাত্রা নিয়ে আজ শুনানি চলছে সুপ্রিম কোর্টে ৷ এই বিষয়ে কেন্দ্রের তরফে বলা হয়, কোরোনা পরিস্থিতিকে সামনে রেখে জনসাধারণের অংশগ্রহণ ছাড়াই রথযাত্রা অনুষ্ঠিত হতে পারে ৷ সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চ আজ চারটি আবেদনের শুনানি করবে ৷
কয়েকদিন আগে পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ওড়িশা বিকাশ পরিষদ নামে এক সংগঠন ৷ তারা পিটিশনে জানিয়েছিল, রথযাত্রায় 10 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করে ৷ রথযাত্রা উৎসব চলে 10-12 দিন ৷ এবছর রথযাত্রায় অনুমতি দিলে লাখ লাখ মানুষকে সংক্রমিত হওয়ার জন্য আমন্ত্রণ করা হবে ৷
18 জুন সুপ্রিম কোর্ট রথযাত্রায় স্থগিতাদেশ জারি করে ৷ জনগণের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় ৷ বিচারপতিরা বলেন, এবছর রথযাত্রায় অনুমতি দিলে জগন্নাথ দেবও ক্ষমা করবেন না ৷ কোরোনা সংক্রমণের মাঝে এমন জন সমাবেশ হতে পারে না ৷ প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ৷
তবে, রথযাত্রা উৎসবের জন্য 7 মে ওড়িশা সরকারকে রথ তৈরির অনুমোদন দিয়েছিল কেন্দ্র ৷ পুরীর রাজবাড়ির পাশে ঐতিহ্য মেনে রথখোলায় তিনটি রথ তৈরির কাজ শুরু হয় ৷
পুরীর রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পুনর্বিবেচনার আর্জি জানান BJP নেতা সম্বিত পাত্রও ৷ শীর্ষ আদালতে পেশ করা তাঁর আর্জির ছবিও টুইটারে পোস্ট করেন তিনি ৷