পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RBI-এর থেকে 30 হাজার কোটি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে কেন্দ্র : সূত্র - রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণে RBI-এর থেকে 30 হাজার কোটি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে কেন্দ্র ৷ সূত্রের খবর ৷

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

By

Published : Sep 30, 2019, 3:33 AM IST

দিল্লি, 30 সেপ্টেম্বর : চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতি 3.3 শতাংশে বেঁধে রাখার লক্ষ্য নিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু, অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণের জন্য রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) থেকে 30 হাজার কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে কেন্দ্রীয় সরকার ৷ একটি সংবাদসংস্থা সূত্রে খবর ৷

এক সরকারি আধিকারিক বলেন, "প্রয়োজনে চলতি আর্থিক বছরে রিজ়ার্ভ ব্যাঙ্কের থেকে 25-30 হাজার কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে (কেন্দ্র) সরকার ৷ " আগামী বছরের জানুয়ারিতে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান ওই আধিকারিক ৷ যদিও এবিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বা রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

এই সংক্রান্ত আরও খবর : 6 বছরে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হার, নামল 5 শতাংশে

গত কয়েক বছরে দেশের অর্থনীতির গতি অনেকটা কমে গেছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ অগাস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করে দেশের অর্থনীতির খতিয়ান তুলে ধরেন । অর্থনীতিকে চাঙ্গা করতে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন । যদিও দেশের GDP-র অবস্থা খারাপ, তা মানতে রাজি হননি । তাঁর ব্যাখ্যা ছিল, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলিতেও মন্দা চলছে । সেই প্রেক্ষিতে ভারতের বৃদ্ধির হার ভালো । কিন্তু, কয়েকদিন পরেই সামনে আসা মন্দার ছবিটা ৷ চলতি আর্থিক বছরের শুরুতেই দেশের GDP তথা আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়ায় 5 শতাংশ ৷ যা গত 6 বছরে সর্বনিম্ন ৷ এরপর সেপ্টেম্বর দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির জন্য কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন অর্থমন্ত্রী ৷ সেজন্য চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে বাড়তি 145 লাখ কোটি টাকার বোঝা চাপবেও বলে জানান অর্থমন্ত্রী ৷ ফলে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয় ৷

এই সংক্রান্ত আরও খবর :অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ, দেশীয় কম্পানিকে কর ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

চলতি বছরের অগাস্টেই সরকারকে 1.76 লাখ কোটি টাকা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল RBI ৷ এর মধ্যে উদ্বৃত্ত বাবদ 1,23,414 কোটি এবং মূলধন খাত থেকে আরও 52,637 কোটি টাকা সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা ৷ অর্থনীতিবিদদের বক্তব্য, তারপরও সরকারের গলায় আর্থিক বোঝার ফাঁস ক্রমশ চেপে বসছিল ৷ আর সেজন্যই অন্তবর্তীকালীন লভ্যাংশ চাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর :সরকারকে 1.76 লাখ কোটি টাকা হস্তান্তরের সিদ্ধান্ত RBI-র

উল্লেখ্য, অতীতেও আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে RBI-এর কাছ থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ গত বছরে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ 28 হাজার কোটি টাকা দিয়েছিল RBI ৷ 2017-18 সালে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ 10 হাজার কোটি টাকা পেয়েছিল কেন্দ্র ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতেও অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ 28 হাজার কোটি টাকা কেন্দ্রের হাতে তুলে দিয়েছিল RBI ৷

এই সংক্রান্ত আরও খবর :কেন্দ্রকে ২৮ হাজার কোটি টাকা অন্তবর্তীকালীন সাহায্য RBI-র

ABOUT THE AUTHOR

...view details