দিল্লি, 30 সেপ্টেম্বর : চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতি 3.3 শতাংশে বেঁধে রাখার লক্ষ্য নিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু, অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণের জন্য রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) থেকে 30 হাজার কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে কেন্দ্রীয় সরকার ৷ একটি সংবাদসংস্থা সূত্রে খবর ৷
এক সরকারি আধিকারিক বলেন, "প্রয়োজনে চলতি আর্থিক বছরে রিজ়ার্ভ ব্যাঙ্কের থেকে 25-30 হাজার কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চাইতে পারে (কেন্দ্র) সরকার ৷ " আগামী বছরের জানুয়ারিতে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান ওই আধিকারিক ৷ যদিও এবিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বা রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷
এই সংক্রান্ত আরও খবর : 6 বছরে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হার, নামল 5 শতাংশে
গত কয়েক বছরে দেশের অর্থনীতির গতি অনেকটা কমে গেছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ অগাস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করে দেশের অর্থনীতির খতিয়ান তুলে ধরেন । অর্থনীতিকে চাঙ্গা করতে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন । যদিও দেশের GDP-র অবস্থা খারাপ, তা মানতে রাজি হননি । তাঁর ব্যাখ্যা ছিল, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলিতেও মন্দা চলছে । সেই প্রেক্ষিতে ভারতের বৃদ্ধির হার ভালো । কিন্তু, কয়েকদিন পরেই সামনে আসা মন্দার ছবিটা ৷ চলতি আর্থিক বছরের শুরুতেই দেশের GDP তথা আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়ায় 5 শতাংশ ৷ যা গত 6 বছরে সর্বনিম্ন ৷ এরপর সেপ্টেম্বর দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির জন্য কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন অর্থমন্ত্রী ৷ সেজন্য চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে বাড়তি 145 লাখ কোটি টাকার বোঝা চাপবেও বলে জানান অর্থমন্ত্রী ৷ ফলে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয় ৷