দিল্লি, 21 জুন : COVID-19 এর নামে ভুয়ো ই-মেইল পাঠিয়ে সাইবার হামলা হতে পারে বলে সর্তকতা জারি করল কেন্দ্র । CERT-In টুইটে জানিয়েছে, ব্যক্তিগত ও অর্থনৈতিক তথ্য চুরি করতে সরকারের নামে ভুয়ো ই-মেইল অ্যাকাউন্ট থেকে মেইল পাঠানো হতে পারে । আজ থেকে এই সাইবার হানা শুরুর সম্ভাবনা রয়েছে ।
CERT-In জানিয়েছে, COVID-19 এর জন্য সরকারি সাহায্যের নামে ই-মেইলগুলি আসবে । ncov2019@gov.in এই ধরনের অ্যাকাউন্ট থেকে মেইল পাঠানো হতে পারে । ওই মেইল'এ কিছু ওয়েবসাইটের উল্লেখ থাকতে পারে । সেখানে ক্লিক করলে মেইল প্রাপকের সমস্ত ব্যক্তিগত তথ্য ও আর্থিক তথ্য চুরি করবে হ্যাকাররা । এই ধরনের ভুয়ো ই-মেইল সাধারণত নামী সংস্থা বা সরকারি দপ্তরের নামে নকল ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো হয় । অনেক সময় টেক্সট মেসেজের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ফাঁদ পেতে রাখে সাইবার হামলাকারীরা । ওই ওয়েবসাইট বা মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সমস্ত তথ্য চুরি করে নেয় হ্যাকাররা । টুইটে জানানো হয়েছে, হ্যাকাররা প্রায় দু মিলিয়ন নাগরিকের ই-মেইল আইডি পেয়েছে বলে দাবি করেছে । আজ থেকে সেসব আইডিতে COVID-19 সংক্রান্ত মেইল পাঠানো হবে । দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই এবং আমেদাবাদের নাগরিকদের মেইল পাঠানো হবে । তাই সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের ই-মেইল পেলে তাতে যেন ক্লিক না করা হয় । এমনকী পরিচিত নম্বর থেকে যদি এই ধরনের মেসেজ আসে, তাহলে তার লিঙ্কে ক্লিক না করা হয় । সন্দেহজনক মেইল বা মেসেজ পেলে incident@cert-in.org.in এই মেইল আইডিতে জানানো হয় । সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে CERT-In ।