দিল্লি, 30 ডিসেম্বর: আজ, বুধবার কেন্দ্র-কৃষক বৈঠক ৷ একদিকে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আবিচল সীঙ্ঘু সীমান্ত আন্দোলনরত কৃষকরা । অন্যদিকে, নতুন আইন বাতিলের দাবিকে মানতে রাজি নয় সরকার ৷ এই অবস্থায় আজকের বৈঠকে কোনও সমাধান সূত্র মেলে কি না সেটাই দেখার ৷
আরও পড়ুন: "ম্যাচ জিতেই মাঠ ছাড়ব", একান্ত সাক্ষাৎকারে বললেন কৃষক নেতা
গত একমাসে ছ'বার কথা হয়েছে কেন্দ্র ও আন্দোলনরত কৃষকদের মধ্যে ৷ জানা গিয়েছে, এবারের বৈঠকের আগে মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও পীযূষ গোয়েল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করেন ৷ তাঁদের মধ্যে সরকারের অবস্থান নিয়ে কথা হয় ৷ বুধবারের বৈঠকে সরকারের প্রতিনিধি হিসেবে থাকবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল ও বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ ৷ কৃষি মন্ত্রী মঙ্গলবার বলেন, আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে ৷