পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বেড়ে 31 ডিসেম্বর

যদিও 1 এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক । আয়করদাতাদের ক্ষেত্রে আধার বা প্যান যে কোনও একটি থাকলেই হবে, জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেই ৷

যদিও 1 এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক । আয়করদাতাদের ক্ষেত্রে আধার বা প্যান যে কোনও একটি থাকলেই হবে, জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেই ৷

By

Published : Sep 28, 2019, 8:43 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল আরও কিছুদিন ৷ এবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্র ৷

এর আগে 31 সেপ্টেম্বর পর্যন্ত প্যান-আধার সংযোগের শেষ দিন ছিল ৷ এবার 31 ডিসেম্বরের মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা না হলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে ৷ গত বছর জুনে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, 2019 সালের 31 মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে । সেই মতো 31 সেপ্টেম্বর শেষদিন ছিল । তবে আজই ফের সময়সীমা বাড়ানো হল ।

প্রথমে আয়কর দপ্তরের ই-ফাইলিং পোর্টাল https://incometaxindiaefiling.gov.in/e-FillingGS/services/AadharPreLoginstatus.html-এ লগ ইন করতে হবে । হোম পেজেই সবার উপরে আধার নম্বর লিঙ্ক করার অপশনটি দেখতে পাওয়া যাবে ৷ যদিও 1 এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক । আয়করদাতাদের ক্ষেত্রে আধার বা প্যান যে কোনও একটি থাকলেই হবে, জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেই ৷

ABOUT THE AUTHOR

...view details