পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আবাসন প্রকল্পে গতি আনতে বাড়ানো হল কর ছাড়ের সুবিধা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় বলেন, ''সবার জন্য বাড়ির লক্ষ্যমাত্রা রেখে নতুন আবাসন প্রকল্পে বিশেষ ছাড়ের সুবিধা 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷" ঋণের উপর কর ছাড়ের সুবিধা এক বছর অর্থাৎ 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷

Housing loan tax holiday extending
গৃহ ঋণে ছাড়ের সময়সীমা বাড়ছে

By

Published : Feb 1, 2020, 6:44 PM IST

Updated : Feb 1, 2020, 7:34 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : চলতি আর্থিক বর্ষে ‘সবার জন্য বাড়ি’-র লক্ষ্যমাত্রা রেখে বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবারের বাজেটে আবাসন প্রকল্পে যাতে গতি আসে তার জন্য, নতুন প্রকল্পে বিশেষ ছাড় এক বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছে ৷

একনজরে আবাসন প্রকল্পের সুবিধা

দেশের আবাসন প্রকল্পকে ঢেলে সাজানোর জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় বলেন, ''সবার জন্য বাড়ি'-র লক্ষ্যমাত্রা রেখে নতুন আবাসন প্রকল্পে বিশেষ ছাড়ের সুবিধা 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷'' নতুন বাড়ি কেনার জন্য যারা ঋণ নিয়েছেন, তাদের জন্য দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই সুবিধা 31 মার্চ 2020 পর্যন্ত ছিল ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ ঘোষণা করেন, আবাসন প্রকল্পে ঋণের ওপর কর ছাড়ের সুবিধা এক বছর অর্থাৎ 31 মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হল৷

Last Updated : Feb 1, 2020, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details