পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঞ্জাব সরকারের মদ বিক্রির আবেদন খারিজ কেন্দ্রের

লকাডাউনের মাঝে মদ বিক্রির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল পঞ্জাব সরকার । এই মর্মেও একটি চিঠিও পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফে । কিন্তু তা খারিজ করল কেন্দ্র ।

পঞ্জাব
পঞ্জাব

By

Published : Apr 24, 2020, 12:58 PM IST

Updated : Apr 24, 2020, 7:33 PM IST

দিল্লি, 24 এপ্রিল : লকডাউনের মাঝেই মদ বিক্রির অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিল পঞ্জাব সরকার । গতকাল সেই আবেদন খারিজ করে দিল কেন্দ্র । সূত্রের খবর, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোনও একটি রাজ্যের জন্য নিয়মে পরিবর্তন হবে না ।

লকডাউন ঘোষণা হতেই সব রাজ্যে মদ, তামাক, তামাকজাত দ্রব্য ও গুটখা বিক্রি বন্ধের নির্দেশিকা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক । কিন্তু অনেক রাজ্যেরই আয়ের একটা বড় অংশ মদ বা তামাকজাত দ্রব্য বিক্রি । সেকারণেই মদ বিক্রির আবেদন জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি পাঠান পঞ্জাবে মুখ্যমন্ত্রী ।

প্রতি মাসে রাজ্যের 550 কোটি টাকার মতো আয় হয় এই মদ বিক্রি থেকে । লকডাউনে বিক্রি বন্ধ হওয়ায় লাভ, রাজস্ব আদায় গেছে । তাই শর্ত সাপেক্ষে মদের দোকান চালু করার জন্য আবেদন জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । চিঠিতে বলা হয়, দোকান খোলা সম্ভবও না হলেও যদি বাড়ি বাড়ি গিয়ে মদের ডেলিভারি দেওয়া যায় তাতে কিছুটা লাভ হয় । এক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলা হবে । কিন্তু মুখ্যমন্ত্রীর এই আবেদন খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার ।

এর পাশাপাশি কোরোনা মোকাবিলায় পঞ্জাব সরকারের তরফে কেন্দ্রের কাছে সাত হাজার চারশো কোটি টাকা চেয়ে আবেদন করা হয়েছে । বলা হয়েছে, রাজ্য যে পরিমাণ ব্যায়ের কথা ভেবেছিল সরকার তার চেয়ে বেশিই ব্যায় হচ্ছে । অন্য একটি চিঠিতে অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোরোনা পরিস্থিতি মোকাবিলায় তিন মাসের জন্য একটি স্পেশাল অর্থ প্যাকেজের আবেদনও জানিয়েছেন ।

Last Updated : Apr 24, 2020, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details