দিল্লি, 1 অগাস্ট : কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রস্তাব করা হয়েছিল রপ্তানি করা হোক দেশীয় ভেন্টিলেটর ৷ আজ সেই প্রস্তাবে সিলমোহর লাগাল কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দল (GOM) ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবিষয়ে আজ একটি বিবৃতি পেশ করে ৷ সেই বিবৃতিতে বলা হয়েছে, সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কারণ দেশে বর্তমানে কোরোনা আক্রান্তদের মৃত্যুর হার কমেছে ৷ বর্তমানে যা 2.15 শতাংশ এসে দাঁড়িয়েছে ৷ এর অর্থ হল যে সক্রিয় সংক্রমণের কেসগুলি হয়েছে তারা ভেন্টিলেটরে রয়েছে ৷ 31 জুলাই পর্যন্ত গোটা দেশে 0.22 শতাংশ অ্যাকটিভ কেসগুলি ভেন্টিলটরে আছে ৷
ভেন্টিলেটর রপ্তানির নিষেধাজ্ঞা তোলার প্রস্তাবে সিলমোহর দিল GOM
আজ দেশীয় ভেন্টিলেটর বিদেশের বাজারে রপ্তানির প্রস্তাবে সিলমোহর লাগাল কেন্দ্রের উচ্চস্তরের মন্ত্রীদের একটি দল (GOM) ৷
স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই GOM - রা দেশীয়ভাবে প্রস্তুত ভেন্টিলেটর রপ্তানির সিদ্ধান্ত ডিরেক্টর জেনেরাল অফ ফরেন ট্রেড (DGFT) - এর সঙ্গে কথা বলেছে ৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনও দেশীয় ভেন্টিলেটরের রপ্তানিতে অনুমোদন পাওয়া গেছে ৷ দেশে ভেন্টিলেটরের উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে ৷ আশা করা যাচ্ছে, দেশীয় ভেন্টিলেটর বিদেশের বাজারে জায়গা করে নেবে ৷ চলতি বছরের জানুয়ারি মাসের পর প্রায় আরও 20 টিরও বেশি ভেন্টিলেটর বানানো হয়েছে ৷
দেশব্যাপী কোরোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভেন্টিলটরগুলি দেশে প্রয়োজন ছিল ৷ চলতি বছরের 24 মার্চ DGFT - র বিজ্ঞপ্তি অনুসারে, সমস্ত রকম ভেন্টিলেটর রপ্তানি বন্ধ করা হয়েছিল ৷