দিল্লি, 27 এপ্রিল : কোরোনা পরীক্ষায় চিন থেকে টেস্টিং কিট আনার যে অর্ডার দেওয়া হয়েছিল, তা বাতিল করল সরকার । আজ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, চিনের টেস্টিং কিটগুলি ত্রুটিপূর্ণ । তাই সমস্ত অর্ডার বাতিল করে দেওয়া হয়েছে । যেহেতু টেস্টিং কিট সরবরাহের জন্য আগাম কোনও টাকা দেওয়া হয়নি, তাই এর পিছনে এক টাকাও খরচ হয়নি ।
17 এপ্রিল ICMR-র তরফে জানানো হয়েছিল, কোরোনা মোকাবিলায় চিন থেকে 5 লাখ অ্যান্টিবডি টেস্ট কিট আনার অর্ডার দেওয়া হয়েছে । চিন থেকে আসা এই কিটগুলি কোরোনার গতিপ্রকৃতি বুঝতে সাহায্য় করবে । হটস্পট এলাকাগুলিতে সংক্রমণ বাড়ছে না কমছে তা খতিয়ে দেখার জন্য এই কিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে কয়েকটি কিটের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে,বলেও জানানো হয়েছিল ICMR-র তরফে।