দিল্লি, 24 নভেম্বর : আরও 43টি মোবাইল অ্য়াপকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ তথ্য়-প্রযুক্তি আইনের 69A ধারায় মোবাইল অ্য়াপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে ৷
তথ্য় ও প্রযুক্তি মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে এই অ্য়াপগুলি আর খোলা যাবে না ৷ এর কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, এই মোবাইল অ্য়াপগুলির সম্পর্কে দেশের সাইবার অপরাধ যোগাযোগ কেন্দ্রে বহু অভিযোগ জমা পড়েছিল ৷ সেই কারণেই এই মোবাইল অ্য়াপগুলির উপর এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
তথ্য় ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই অ্য়াপগুলি এমন সব কাজের সঙ্গে জড়িত রয়েছে যা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তায় বাধা দিচ্ছে ৷ এর আগে 29 জুন তথ্য় ও প্রযুক্তি মন্ত্রকের তরফে 59টি চিনা মোবাইল অ্য়াপ নিষিদ্ধ করা হয়েছিল ৷ তারপর দ্বিতীয় ধাপে 2 সেপ্টেম্বর আরও 118টি মোবাইল অ্য়াপে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার ৷
দেশে আরও 43টি মোবাইল অ্য়াপে নিষেধাজ্ঞা কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে তথ্য় ও প্রযুক্তি মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, সরকার তার নাগরিকদের স্বার্থ এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর এবং তা সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করতে তৈরি রয়েছে ৷