পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PMUY উপভোক্তাদের 3 মাস বিনামূল্যে রান্নার গ্যাস, ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের তরফে রবিবার বলা হয়েছে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার (PMGKY) আওতায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) সুবিধাভোগীদের বিনামূল্যে এপ্রিল থেকে জুন 2020 পর্যন্ত তিন মাসের LPG রিফিল সরবরাহ করা হবে।

By

Published : Apr 13, 2020, 7:34 AM IST

PMGKY
বিনামূল্যে রান্নার গ্যাস


দিল্লি,12 এপ্রিল : প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের বিনামূল্যে LPG রিফিল দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। রবিবার একথা জানায় কেন্দ্রীয় সরকার।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। অধিকাংশ সেক্টরেই কাজকর্ম বন্ধ। চালু শুধু জরুরি পরিষেবা। স্বাভাবিকভাবেই কাজ বন্ধ থাকায় অনেকেরই আয় বন্ধ। ফলে দুবেলা পরিবারের মুখে খাবার তুলে দিতে হিমশিম খেতে হচ্ছে অধিকাংশকে। সঞ্চয়ের টাকা দিয়ে কতদিনই বা চলবে। এর উপর যদি গ্যাস সিলিন্ডারের খরচ জোটাতে হয় তাহলে তো আর রক্ষে নেই। দেশের একটা বড় অংশে মানুষের এই সমস্যার কথা বুঝতে পেরে এগিয়ে আসে কেন্দ্রীয় সরকার। আগামী তিনমাসের জন্য তাই বিনামূল্যে LPG রিফিল সরবরাহের কথা ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে রবিবার বলা হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় (PMGKY) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধাভোগীদের বিনামূল্যে এপ্রিল থেকে জুন 2020 পর্যন্ত তিন মাসের LPG রিফিল সরবরাহ করা হবে। বিনামূল্যে সিলিন্ডার সরবরাহে তেল বিপণি সংস্থাগুলি 7.15 কোটি সুবিধাভোগীর জন্য মোট 5,606 কোটি টাকা ট্রান্সফারের উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, লকডাউনের পর থেকে প্রতিদিন প্রায় 60 লাখ সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে দেশজুড়ে। এই প্রকল্পটি 1 এপ্রিল শুরু হয়েছিল। 30 জুন পর্যন্ত চলবে ।

ABOUT THE AUTHOR

...view details