পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রে ব্যাঙ্কের 10 শতাংশ কর্মীকে স্পেশাল শহরতলির ট্রেনে যাতায়াতের অনুমতি

রাজ্য সরকারের অনুরোধে এই অনুমতি দেওয়া হয়েছে । কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত কো অপারেটিভ ও বেসরকারি ব্যাঙ্কের 10 শতাংশ কর্মী স্পেশাল সাবার্বান ট্রেনে যাতায়াত করতে পারবেন ।

By

Published : Sep 20, 2020, 9:44 PM IST

Indian Railways
Indian Railways

মুম্বই, 20 সেপ্টেম্বর : মুম্বইয়ে সমস্ত কো অপারেটিভ ও বেসরকারি ব্যাঙ্কের 10 শতাংশ কর্মী স্পেশাল শহরতলির ট্রেনে যাতায়ত করতে পারবে । মহারাষ্ট্রে এমনই নির্দেশ দিল রেলওয়ে মন্ত্রক ।

আজ রেলওয়ের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে, " রাজ্য সরকারের অনুরোধে এই অনুমতি দেওয়া হয়েছে । কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত কো অপারেটিভ ও বেসরকারি ব্যাঙ্কের 10 শতাংশ কর্মী স্পেশাল সাবার্বান ট্রেনে যাতায়াত করতে পারবেন ।" নির্বাচিত সেই 10 শতাংশ কর্মীকে রাজ্য সরকারের থেকে QR কোড সংগ্রহ করতে হবে ।

এ প্রসঙ্গে রেলওয়ের তরফে জানানো হয়েছে, " বৈধ কার্ড থাকলেই রেলওয়ে স্টেশনে ঢুকতে দেওয়া হবে । গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে । " রেলওয়ের তরফে যাত্রীদের কোরোনা প্রোটোকল মেনে চলার অনুরোধ করা হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details