দিল্লি, 1 অগাস্ট : উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে 25 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । উত্তরপ্রদেশ সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ । পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, নির্যাতিতা সহ তার পরিবার ও আইনজীবীকে CRPF-এর নিরাপত্তা প্রদান করতে হবে । পাশাপাশি দুর্ঘটনার তদন্ত 7 দিন ও ধর্ষণ কাণ্ডের তদন্ত 45 দিনের মধ্যে শেষ করার জন্য CBI-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । এছাড়া আজ উন্নাও গণধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি মামলাই উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ।
আজ সর্বোচ্চ আদালত ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা CBI আধিকারিকদের বেলা 12টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল । তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই আদালত তাঁদের ডেকে পাঠায় । তাছাড়া আদালতে উন্নাওকাণ্ডের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয় আধিকারিকদের । এর পরেই দুর্ঘটনার তদন্ত সাতদিনের মধ্যে শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত ।