পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MTNL-এর সঙ্গে মিলিয়ে ধুঁকতে থাকা BSNL-কে বাঁচানোর চেষ্টা কেন্দ্রের

আজ মন্ত্রিসভায় বৈঠকের পর কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানান টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, BSNL-কে পুনরুজ্জীবিত করতে প্রায় তিরিশ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ বরাদ্দ করা হয়েছে ৷ পাশাপাশি, বন্ডের মাধ্যমে 15000 কোটি টাকা বাজার থেকে তুলবে সরকার । এবং 38000 কোটি টাকার সম্পত্তি বিক্রি করা হবে ৷ একই সঙ্গে, 4জি স্পেকট্রামের সুবিধা দেওয়ার কথাও যে সরকারের ভাবনাচিন্তার মধ্যে রয়েছে, তাও জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷

ravi sankar

By

Published : Oct 23, 2019, 6:20 PM IST

দিল্লি, 23 অক্টোবর : আর্থিক সংকটের ধাক্কা সামলাতে দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ককে সংযুক্তির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ এবার সেই পথে হেঁটেই ধুঁকতে থাকা BSNL-কে বাঁচাতে সংযুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা BSNL এবং MTNL-এর সংযুক্তিকরণের সিদ্ধান্ত ঘোষণা করে ৷ পাশাপাশি, রীতিমতো অস্তিত্ব সংকটে ভুগতে থাকা BSNL-কে বাঁচাতে চার দফা পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে ৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভা স্পষ্ট করেছে, BSNL-এর বিলগ্নীকরণের কোনও পরিকল্পনা সরকারের নেই ৷

আজ মন্ত্রিসভায় বৈঠকের পর কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানান টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, BSNL-কে পুনরুজ্জীবিত করতে প্রায় তিরিশ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ বরাদ্দ করা হয়েছে ৷ পাশাপাশি, বন্ডের মাধ্যমে 15000 কোটি টাকা বাজার থেকে তুলবে সরকার । এবং 38000 কোটি টাকার সম্পত্তি বিক্রি করা হবে ৷ একই সঙ্গে, 4জি স্পেকট্রামের সুবিধা দেওয়ার কথাও যে সরকারের ভাবনাচিন্তার মধ্যে রয়েছে, তাও জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷

মন্ত্রী আরও বলেন, “সরকার, BSNL এবং MTNL বন্ধ করে দিচ্ছে না বা শেয়ার ছেড়ে দিচ্ছে না৷” টেলিকম ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতায় পিছিয়ে থাকার কারণে চরম আর্থিক সংকটে ভুগছে BSNL এবং MTNL । সে জন্যই এই ঘোষণা কেন্দ্রীয় সরকারের । একই সঙ্গে, রবিশঙ্কর প্রসাদ জানান, দুই সংস্থার কর্মীদের জন্য আকর্ষণীয় স্বেচ্ছাবসর প্রকল্প চালু করা হবে ।

কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর সুপারিশের পরেও সংস্থার পুনরুজ্জীবন নিয়ে একগুচ্ছ আপত্তি তুলেছিল অর্থ মন্ত্রক । প্রধানমন্ত্রীর দপ্তরও ভারপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জানতে চায় আর্থিক সংকটে জর্জরিত BSNL এবং MTNL-কে চাঙ্গা করা আদৌ সম্ভব কি না । আর এ সবের জেরে বাজারে জল্পনা ছড়ায়, কেন্দ্র BSNL বন্ধ করার কথা ভাবছে । তার পরেই কর্মী ও অফিসারদের সংগঠনগুলি বিষয়টি তাঁদের কাছে খোলসা করার দাবি তোলে । BSNL এক বিবৃতিতে জানায়, স্বেচ্ছাবসর প্রকল্প (ভিআরএস), 4জি স্পেকট্রাম দেওয়া, সম্পত্তি বেচে আয় বাড়ানোর অনুমোদন দিয়ে সংস্থাকে পুনরুজ্জীবিত করার কথা বিবেচনা করছে সরকার । তারপর আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা এ বিষয়ে ছাড়পত্র দিল ৷

ABOUT THE AUTHOR

...view details