দিল্লি, 12 ডিসেম্বর: এবার হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সাধারণ ক্রেতারা ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য এতদিন আমজনতার হেঁশেল আর পকেট দু'টোতেই টান পড়েছিল ৷ তবে এবার সুখবর ৷ 12,660 মেট্রিক টন পিঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
অতিরিক্ত পিঁয়াজ আমদানির কথা ঘোষণা কেন্দ্রীয় সরকারের
27 ডিসেম্বরের মধ্যে 12,660 মেট্রিক টন পিঁয়াজ আমদানি করা হবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ৷ কিছুদিন আগেও পিঁয়াজ আমদানি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই পরিমাণ ছিল 17340 মেট্রিক টন ৷
27 ডিসেম্বরের মধ্যে এই পিঁয়াজ আমদানি করা হবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ৷ কিছুদিন আগেও পিঁয়াজ আমদানি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই পরিমাণ ছিল 17340 মেট্রিক টন ৷
পিঁয়াজের জোগান ও মজুতের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় উপভোক্তা ও খাদ্য বণ্টন মন্ত্রী রামবিলাস পাশোয়ান প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন ৷ চিঠিতে তিনি রাজ্যের বাজারগুলিতে যাতে পিঁয়াজের জোগানের ঘাটতি না হয় সেই বিষয়টি দেখতে বলেছেন ৷ এছাড়া পিঁয়াজ মজুত রাখার ঊর্ধ্বসীমা কঠোরভাবে নির্ধারণ করতে বলেছেন তিনি ।