পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশজুড়ে বিনামূল্যেই কোরোনার ভ্যাকসিন দেবে সরকার, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, কোরোনা ভ্যাকসিনের সুরক্ষার বিষয়টি নিয়ে কোনওরকম ভুল ধারণা থাকা উচিত নয়। প্রতিটি বিষয়ই ভালোভাবে যাচাই করে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন পোলিয়ো ভ্যাকসিনের কথাও। তাঁর দাবি, পোলিও ভ্যাকসিন যখন প্রথম দেওয়ার কথা হয়েছিল, তখনও একই ভাবে গুজব ছড়ানো হয়। কিন্তু তা দেওয়া শুরু হওয়ার পর সেই ভুল ধারণা কেটে যায়।

central government will give corona vaccine free of cost, said Union Health Minister
দেশজুড়ে বিনামূল্যেই কোরোনার ভ্যাকসিন দেবে সরকার, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

By

Published : Jan 2, 2021, 12:30 PM IST

দিল্লি, 2 জানুয়ারি: দেশজুড়ে কোরোনার ভ্যাকসিন পাওয়া যাবে বিনামূল্যে। শনিবার এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আজ, শনিবার থেকে দেশজুড়ে কোরোনার ভ্যাকসিন দেওয়ার মহড়াও শুরু হয়ে গিয়েছে। সেই বিষয় খতিয়ে দেখার জন্যই এদিন পরিদর্শনে বেরিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তখনই তিনি এই কথা বলেন।

উল্লেখ্য, কোরোনার ভ্যাকসিন কি কিনতে হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অনেকেরই ধারণা ছিল এক্ষেত্রে অর্থ খরচ না করেই ভ্যাকসিন পাওয়া যাবে। সরকার বিনামূল্যেই গোটা ব্যবস্থা করবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কথায় সেই বিষয়টিই স্পষ্ট হল।

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, কোরোনা ভ্যাকসিনের সুরক্ষার বিষয়টি নিয়ে কোনওরকম ভুল ধারণা থাকা উচিত নয়। প্রতিটি বিষয়ই ভালোভাবে যাচাই করে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন পোলিয়ো ভ্যাকসিনের কথাও। তাঁর দাবি, পোলিও ভ্যাকসিন যখন প্রথম দেওয়ার কথা হয়েছিল, তখনও একই ভাবে গুজব ছড়ানো হয়। কিন্তু তা দেওয়া শুরু হওয়ার পর সেই ভুল ধারণা কেটে যায়।

ভারত বায়োটেক তৈরি করছে কোরোনা ভ্যাকসিন। সেই ভ্যাকসিন ট্রায়াল রান চলছে। অন্যদিকে আজ, শনিবার থেকে দেশজুড়ে কোরোনার ভ্যাকসিন দেওয়ার মহড়াও শুরু হয়ে গিয়েছে। হর্ষ বর্ধনের বক্তব্য, কোরোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে সমস্ত প্রস্তুতির কাজ শেষ। শুধু আসন ভ্যাকসিনটাই হাতে আসা বাকি।

আরও পড়ুন:দত্তাবাদে কোরোনার প্রতিষেধকের ড্রাই রান

কোরোনার ভ্যাকসিন দেওয়ার ড্রাই রান প্রথমে আয়োজন করা হয় গত ডিসেম্বরের 28 ও 29 তারিখে। সেই সময় অসম, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব ও গুজরাতে। ওই ড্রাই রানের ফলাফল খতিয়ে দেখে এবারের ড্রাই রানের নিয়মে কিছু হেরফের করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details