দিল্লি , 5 ডিসেম্বর : পরিকল্পনা ছাড়াই কাজ করে কেন্দ্রীয় সরকার ৷ তাদের প্রতিটি পদক্ষেপই ভুল ৷ GDP- হার কমে যাওয়াই হল BJP-র কাছে আচ্ছে দিন ৷ দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে এভাবেই কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷
105 দিন পর জামিনে মুক্তি পেয়েছেন চিদম্বরম ৷ এরপর আজ সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ৷ বলেন, "সরকার ভুল করছে ৷ আমি আবার বলছি সরকার ভুল করছে ৷ সঠিক পরিকল্পনা ছাড়াই পদক্ষেপ করে বলেই বারবার ভুল করে তারা ৷ যদিও প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনও বাক্য ব্যয় করেন না ৷ আসলে BJP-র কাছে GDP- হার কমে যাওয়াই হল আচ্ছে দিন ৷" চিদম্বরমের মতে, অর্থনৈতিক মন্দা থেকে দেশকে উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় সরকার ৷ তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে ৷
চিদম্বরম আরও বলেন, "আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করব, যদি বছরের শেষে আর্থিক বৃদ্ধি 5 শতাংশ স্পর্শ করে ৷ আমার অনুরোধ ড. অরবিন্দ সুব্রমনিয়ানের কথা মনে রাখবেন ৷ এই আর্থিক বৃদ্ধি 5 শতাংশ নাও হতে পারে ৷ তা 1.5 শতাংশেরও কম হতে পারে ৷ "এর আগে সংসদে যান চিদম্বরম ৷ সেখানে তিনি সাংবাদিকদের বলেন , "সংসদে আমার কণ্ঠরোধ করতে পারবে না কেন্দ্রীয় সরকার ৷ "
গতকাল জামিনে ছাড়া পাওয়ার পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে যান চিদম্বরম ৷ 105 দিন পর INX মিডিয়া মামলায় 2 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি । এই 105 দিন তিনি অধিকাংশ সময় দিল্লির তিহার জেলে কাটিয়েছেন । সুপ্রিম কোর্ট তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে । জামিন পেলেও বিদেশে যেতে পারবেন না চিদম্বরম ৷ তাঁকে শীর্ষ আদালত সেই অনুমতি দেয়নি । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে যে কোনও সময় ডাকলে তদন্তকারীদের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।