দিল্লি, 19 জানুয়ারি : 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন "পরাক্রম দিবস" হিসেবে পালিত হবে । ঘোষণা কেন্দ্রের । আজ সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
নেতাজির জন্মদিন "পরাক্রম দিবস" হিসেবে পালিত হবে, ঘোষণা কেন্দ্রের - 23 জানুয়ারি
নেতাজির জন্মজয়ন্তি 23 জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালিত হবে । ঘোষণা কেন্দ্রের ।
সংস্কৃতি মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নিরুপমা কোটরু এক বিবৃতিতে জানান, 125তম জন্মদিনে দেশের প্রতি নেতাজির অতুলনীয় অবদানের কথা স্মরণ করবে দেশবাসী । তাঁর নিস্বার্থ দেশসেবা ও অদম্য উৎসাহকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকারও প্রতি বছর 23 জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ।
এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। এই কমিটির মাথায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 85 জনের ওই কমিটিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ 30 জন বিশিষ্ট বাঙালিও ।