পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য় করবে নতুন কৃষি আইন : অমিত শাহ - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বাগালকোটের জনসভায় শাহ বলেন, নতুন তিন কৃষি আইনে কৃষকদের আয় বহুগুণ বৃদ্ধি পাবে ৷ নরেন্দ্র মোদির সরকার কৃষকদের উন্নতির স্বার্থে কাজ করছে বলেও জানান তিনি ৷

central-farm-laws-will-help-increase-farmers-income-manifold-says-amit-shah
কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য় করবে নয়া কৃষি আইন : অমিত শাহ

By

Published : Jan 17, 2021, 6:25 PM IST

বাগালকোট (কর্নাটক) : দু’দিনের কর্নাটক সফরে গিয়ে নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, এই আইনে কৃষকদের আয় বহু গুণ বৃদ্ধি পাবে ৷ নরেন্দ্র মোদির সরকার কৃষকদের উন্নতির স্বার্থে কাজ করছে বলেও জানান তিনি ৷ পাশাপাশি কৃষকদের উসকে দেওয়ার অভিযোগে কংগ্রেসকে আক্রমণ করতেও ছাড়েননি ৷

আজ বাগালকোটের জওহরলাল নেহরু মেডিকেল কলেজ়ের মাঠে ওই জনসভায় শাহ বলেন, ‘‘নরেন্দ্র মোদির সরকার কৃষকদের উন্নতির স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর ৷ তিনটি কৃষি আইন কৃষকদের আয় বহু গুণ বাড়াতে সাহায্য় করবে ৷’’ কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, ‘‘যে সব কংগ্রেস নেতা কৃষকদের স্বার্থে কথা বলছেন তাঁদের আমি জিজ্ঞাসা করতে চাই, যখন আপনারা ক্ষমতায় ছিলেন, কেন আপনারা কৃষকদের বছরে 6 হাজার টাকা করে দিলেন না ? কেনই বা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তৈরি করেননি ? কারণ আপনাদের উদ্দেশ্য় সঠিক ছিল না ৷’’

আরও পড়ুন : কৃষি আইন নিয়ে গঠিত কমিটি থেকে পদত্য়াগ ভূপিন্দরের

গত বছর 26 নভেম্বর থেকে দিল্লির সীমানায় চলা কৃষকদের আন্দোলনের জেরে সুপ্রিম কোর্ট নতুন কৃষি আইনে স্থগিতাদেশ জারি করেছে ৷ চার সদস্য়ের একটি কমিটি গঠন করে কৃষকদের সঙ্গে আলোচনা করে দু'মাসের মধ্য়ে রিপোর্ট দিতে বলে শীর্ষ আদালত ৷ তবে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি সেই কমিটির সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করেছে ৷ তাদের দাবি, কমিটির সব সদস্য়ই নতুন কৃষি আইনের পক্ষে রয়েছেন ৷ তাই তাদের অভিযোগ বিশেষ গুরুত্বই পাবে না ৷ এই পরিস্থিতিতে কমিটি গঠনের 24 ঘণ্টার মধ্য়ে এক সদস্য় তাঁর নাম প্রত্য়াহার করে নিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details