দিল্লি, 24 অক্টোবর : আর কতদিন কাশ্মীরের জনজীবনের উপর বিধিনিষেধ কায়েম রাখবে কেন্দ্রীয় সরকার? আজ প্রশ্ন করল সুপ্রিম কোর্ট ৷ জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করে দায়ের হওয়া মামলার শুনানি চলছে শীর্ষ আদালতের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ বেঞ্চের নেতৃত্বে রয়েছেন বিচারপতি এন ভি রামানা ৷ আজ শুনানির সময় বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায়, " আরও কতদিন কাশ্মীরের এই পরিস্থিতি চান ? ইতিমধ্যেই দুই মাস হয়েছে ৷ এই বিষয়ে পরিষ্কার একটি ধারণা তৈরি করুন অথবা অন্য পদ্ধতি ভাবুন ৷ এই পরিস্থিতি চলতে পারে না ৷ " বেঞ্চের তরফে আরও বলা হয়, "কেন্দ্র জাতীয় স্বার্থে বিধিনিষেধ আনতেই পারে ৷ কিন্তু সেই নিয়মের পরিবর্তন হওয়া প্রয়োজন ৷ "
আর কতদিন এই পরিস্থিতি চলবে? কাশ্মীর নিয়ে কেন্দ্রকে প্রশ্ন শীর্ষ আদালতের - কাশ্মীরের খবর
" আরও কতদিন কাশ্মীরের এই পরিস্থিতি চান ? ইতিমধ্যেই দুই মাস হয়েছে ৷ এই বিষয়ে পরিষ্কার একটি ধারণা তৈরি করুন অথবা অন্য পদ্ধতি ভাবুন ৷ এই পরিস্থিতি চলতে পারে না ৷ " কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট ।
কেন্দ্রের তরফে জানানো হয় , 370 ধারা প্রত্যাহারের পর জম্মু এবং কাশ্মীরে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তার 90 শতাংশ ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে ৷ নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপর ৷ বিচারপতিরা তখন বলেন, "ইন্টারনেট বন্ধ দীর্ঘদিন ধরে ৷ মানুষের যোগাযোগের একটা মাধ্যম তো চাই ৷"
উল্লেখ্য এর আগে আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেছিলেন, " মোবাইল পরিষেবা চালু হলেও তা আবার বিচ্ছিন্ন করা হয়েছে ৷ কিন্তু তারপরেও মোবাইলের বিল মেটানোর জন্য গ্রাহকদের উপর জোর করা হচ্ছে ৷" 5 নভেম্বর এই মামলার আবার শুনানি হবে ৷