দিল্লি, 13 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এক হয়েছে গোটা দেশ ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও রাজ্যের মুখ্যমন্ত্রীদের তহবিলে অনুদান দিচ্ছেন মন্ত্রী, তারকা থেকে শুরু করে অনেকেই ৷ নিজেদের সাধ্য মতো টাকা সরকারের হাতে তুলে দিচ্ছেন সকলে ৷ এবার কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এল নির্বাচন কমিশনও ৷
নিজেদের এক বছরের প্রাথমিক বেতনের 30 শতাংশ কোরোনা মোকাবিলায় গঠিত তহবিলে অনুদানের সিদ্ধান্ত নিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও তাঁর সহকর্মী কমিশনার অশোক লাউসা ও সুশীল চন্দ্র ৷