পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, দাবি কাশ্মীরের DGP-র - Kashmir Police

14 ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর এবং কেরনি সেক্টরে হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনারা । বার বার সংঘর্ষবিরতি লঙ্ঘনের কারণেই উপত্যকায় অশান্তি বাড়ছে বলে মনে করছেন কাশ্মীর পুলিশের DGP ।

Kashmir
ছবি

By

Published : Feb 23, 2020, 11:19 PM IST

শ্রীনগর, 23 ফেব্রুয়ারি : পাকিস্তানের দিক থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘনের কারণে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, শান্তি প্রক্রিয়ায় ব্যাহত হচ্ছে । এমনটাই মনে করছেন কাশ্মীর পুলিশের DGP দিলবাগ সিং । তবে কাশ্মীরের শান্তি প্রক্রিয়া ব্যাহত করার যাবতীয় চেষ্টা প্রতিহত করার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি আছে বলেও জানিয়ে রাখলেন তিনি ।

DGP দিলবাগ সিং আরও জানান, "যে কোনওরকম নাশকতামূলক কার্যকলাপ রুখতে তৈরি আছি আমরা । ইতিমধ্যেই বেশ কিছু সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা আটকেছি আমরা ।" কাশ্মীর পুলিশের শহীদদের স্মৃতিতে আয়োজিত এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে এসে এই বার্তা দিলেন তিনি ।

প্রসঙ্গত, গতকালই CRPF, সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের তৎপরতায় নিকেশ হয় দুই লস্কর জঙ্গি ।

কিছুদিন আগেই 14 ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর এবং কেরনি সেক্টরে হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনারা । কোনও প্ররোচনা ছাড়াই গোলা ছুড়তেশুরু করেছিল তারা । তাদের লক্ষ্য ছিল, LOC সংলগ্ন এলাকাগুলিতে হামলা চালানো ।

ABOUT THE AUTHOR

...view details