শ্রীনগর, 20 অক্টোবর : সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ পুলিশ সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তানি সেনা ৷ ঘটনায় দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এছাড়াও জখম আরও তিনজন ৷
সীমান্তে গুলি পাকিস্তানি সেনার, শহিদ 2 জওয়ান
ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় সীমান্তের কাছে গুলি চালায় পাকিস্তান ৷ ঘটনায় দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এছাড়াও জখম আরও তিনজন ৷
ফাইল ছবি
কুপওয়ারার তাংধর সেক্টরের ঘটনা ৷ দু'টি স্থানীয় বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাকিস্তানি সেনাকে পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরা ৷ গত সপ্তাহেও পাকিস্তানি সেনার গুলিতে বারামুল্লা ও রাজৌরিতে শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান ৷
জুলাইয়ে 296 বার, অগাস্টে 307 বার এবং সেপ্টেম্বরে 292 বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান প্রায় 2050 বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷
Last Updated : Oct 20, 2019, 1:37 PM IST