পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইনফ্যান্ট্রি ডে : দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন সেনার - CDS, COAS pay tribute at National War Memorial on Infantry Day

স্বাধীন ভারতের প্রথম মিলিটারি ইভেন্টের স্মরণে পালন করা হয় ইনফ্যান্ট্রি ডে ৷

CDS, COAS pay tribute at National War Memorial on Infantry Day
পদাতিক দিবস : দিল্লির জাতীয় যুদ্ধ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন সেনার

By

Published : Oct 27, 2020, 11:59 AM IST

দিল্লি, 27 অক্টোবর : আজ ইনফ্যান্ট্রি ডে-তে দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন সেনার ৷ উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত ও ভারতীয় সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে ৷ এছাড়াও ছিলেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এবং সেক্রেটারি অফ ডিফেন্স মার্ক এসপার ৷

স্বাধীন ভারতের প্রথম মিলিটারি ইভেন্টের স্মরণে পালন করা হয় ইনফ্যান্ট্রি ডে ৷ 1947 সালের 27 অক্টোবর কাশ্মীর উপত্যকায় ভারতের মাটিতে আক্রমণকে প্রতিহত করেছিল ভারতীয় সেনার শিখ রেজিমেন্টের প্রথম ব্যাটেলিয়ন ৷ শ্রীনগরে কাবালিদের হারিয়ে শ্রীনগর বিমানবন্দর বাঁচায় সেনারা ৷ এই দিনই ভারতের প্রথম যুদ্ধ জেতে শিখ ও কুমায়ুন রেজিমেন্ট ৷ এরপর স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্র সম্মান দেওয়া হয় মেজর সোমনাথ শর্মাকে ৷ একারণে এই দিনটিকে কুমায়ুন ও শিখ রেজিমেন্টের দিন হিসেবেও মনে রাখা হয় ৷

পদাতিক দিবস : দিল্লির জাতীয় যুদ্ধ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন সেনার

এবছর ইনফ্যান্ট্রি ডে -তে সেনার তরফে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয় ৷ সেখানে উপস্থিত সেনাদেরই আগের ইউনিট 1962 সালের রেজ়াংলা যুদ্ধেও লড়াই করেছে ৷ সেই রেজ়াংলা যুদ্ধে লড়া সেনার ইউনিটই বর্তমানে রয়েছে কাশ্মীরে ৷

ABOUT THE AUTHOR

...view details