পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আগুনে ছাই অফিস, CCTV ফুটেজে ধরা পড়ল ইঁদুরের কীর্তি - ইঁদুরের জন্য অফিসে আগুন

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে । প্রায় ছয় মাস পর ঘটনার সত্য উদঘাটিত হল ।

Rat causes fire
ইঁদুরের কারণে হায়দরাবাদের অফিসে আগুন

By

Published : Aug 21, 2020, 2:59 AM IST

হায়দরাবাদ, 21 অগাস্ট : হায়দরাবাদের মুশিরাবাদে 8 ফেব্রুয়ারি একটি নামী গাড়ি প্রস্তুতকারী সংস্থার সার্ভিস সেন্টারে আগুন লাগে । দু'টি গাড়ি ভষ্মীভূত হয়ে যায় । এর ফলে প্রায় এক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয় সংস্থার । ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে সংস্থাটি । সেই সময় পুলিশ তদন্ত করে জানায়, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল । এর ছয় মাস পর ঘটনার পিছনে আসল সত্য জানা গেল । একটি CCTV-তে গোটা ঘটনা ধরা পড়েছে ।

CCTV ফুটেজ অনুযায়ী, 7 ফেব্রুয়ারি ওই অফিসে পুজো ছিল । অফিসের এক কর্মী একটি জ্বলন্ত প্রদীপ নিয়ে সকাল 10টা নাগাদ অফিসের ভিতরে যান । এরপর তিনি সেটি সেখানেই রেখে দেন । জানলা দিয়ে বাতাস অফিসের ভিতরে প্রবেশ না করায়, ওই প্রদীপটি রাত পর্যন্ত জ্বলতে থাকে । ওইদিন রাত 11টা 50 নাগাদ একটি ইঁদুর সেখানে টেবিলের ওপর উঠে পড়ে । এর পরেই দুর্ঘটনা ঘটে । CCTV ফুটেজে দেখা যায় রাত, 11 টা 55 নাগাদ ইঁদুরটি কিছু জিনিস মুখে করে নিয়ে যাচ্ছে । সম্ভবত সেটি প্রদীপের সলতে । সলতে মুখে ইঁদুরটি চেয়ারের উপর যায় । এর কয়েক সেকেন্ডের মধ্যে চেয়ারে আগুন ধরে যায় । সেই সময় টেবিলের উপরে ছিল ইঁদুরটি । এরপর রাত 12টা পাঁচ নাগাদ ওই চেয়ারে আগুন ধরে যায় । এরপর দোতলা থেকে আগুন একতলায় ছড়িয়ে পড়ে । একতলাতেই বিভিন্ন গাড়ি সারানোর জন্য রাখা থাকত । আগুন লাগার পর তদন্তকারীরা ঘটনাস্থানে কোনওরকম দাহ্য পদার্থ কিছু পাননি । প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনার তদন্ত বন্ধ করে দেয় । ছ'মাস পর আসল সত্য উদঘাটিত হল ।

ABOUT THE AUTHOR

...view details