পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"মুছে ফেলা হয়েছে" CCTV ফুটেজ, হাথরসের ঘটনায় প্রথম ধাক্কা CBI-এর

পুলিশের তরফে নির্দেশ না আসায় সেভ করা হয়নি ঘটনার দিনের CCTV ফুটেজ । হাথরসের ঘটনায় সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের ।

CBI INVESTIGATION OF HATHRAS CASE
CBI INVESTIGATION OF HATHRAS CASE

By

Published : Oct 15, 2020, 8:22 PM IST

হাথরস, 15 অক্টোবর : উধাও হাসপাতালের CCTV ফুটেজ । হাথরস গণধর্ষণের তদন্তভার নেওয়ার পর শুরুতেই ধাক্কা খেলো CBI ।

14 সেপ্টেম্বরে ঘটনার পর নির্যাতিত যুবতিকে প্রথমে হাথরস জেলা হাসপাতালে ভরতি করা হয়েছিল । কিন্তু সে দিনের হাসপাতালের CCTV ফুটেজ পাওয়া যাচ্ছে না । CBI সূত্রে খবর, ওই দিনের CCTV ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ মিলিতে পারে । নির্যাতিতাকে কী অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, কে বা কারা তাঁর চিকিৎসা করেছিল , সেখানে আর কে কে এসেছিল, যুবতি কার কার সঙ্গে কথা বলেছিলেন ইত্যাদি ।

যদিও ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন CBI-এর তদন্তকারী দলের সদস্যরা । চিকিৎসকদের বয়ান রেকর্ড করা হয়েছে । তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে ।

হাথরস জেলা হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট ইন্দ্র বীর সিং জানান, যদি পুলিশ নির্দেশ দিত, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ফুটেজ সংরক্ষণ করে রাখত । বলেন, " প্রতি সাতদিন অন্তর পুরোনো ফুটেজ ডিলিট করে দেওয়া হয় এবং নতুন ফুটেজ রেকর্ড করা হয় । আমরা কোনও ব্যাক-আপ রাখি না, যদি না নির্দিষ্ট ভাবে রাখতে বলা হয় ।"

এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, এক্ষেত্রে "হাসপাতালে কিছুই করার নেই । কোনও অপরাধ সংঘটিত হলে অভিযোগ দায়ের না হওয়া পর্যন্ত বা কোনও গাফিলতির অভিযোগ দায়ের না হওয়া পর্যন্ত হাসপাতালের কিছু করার নেই । তাই CCTV ফুটেজ সংরক্ষিত করা হয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details