দিল্লি, 7 জুলাই : কোরোনা ভাইরাস সংকটের মাঝে পড়ুয়াদের উপর চাপ কমাতে মূল বিষয়গুলি অপরিবর্তিত রেখে সিলেবাসের 30 শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রক ৷ CBSE-কে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠক্রমটি সংশোধন করার নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে ৷ তবে CBSE-র তরফ থেকে জানানো হয়, এই সিলেবাসটি ইন্টারনাল অ্যাসেসমেন্ট ও বর্ষশেষের পরীক্ষার অংশ হবে না ৷
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে লেখেন, ‘‘বর্তমানে দেশ ও বিশ্বের এই অভূতপূর্ব পরিস্থিতির উপর নজর রেখে CBSE-কে পাঠক্রম সংশোধন করে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উপর চাপ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷’’ তিনি টুইটে আরও যোগ করে বলেন, ‘‘শেখার গুরুত্ব মাথায় রেখে মূল বিষয়গুলি অপরিবর্তিত রেখে 30 শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’