পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2020-21 শিক্ষাবর্ষে 30 শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত CBSE-র - সিলেবাস হ্রাস

কোরোনা ভাইরাস সংক্রমণের কারণে কমেছে শিক্ষাবর্ষের সময় ৷ এই পরিবর্তিত পরিস্থিতিতে পড়ুয়াদের উপর চাপ কমাতে 30 শতাংশ সিলেবাস হ্রাস করার সিদ্ধান্ত নিল CBSE ৷

CBSE Syllabus reduction
CBSE Syllabus reduction

By

Published : Jul 7, 2020, 6:20 PM IST

দিল্লি, 7 জুলাই : কোরোনা ভাইরাস সংকটের মাঝে পড়ুয়াদের উপর চাপ কমাতে মূল বিষয়গুলি অপরিবর্তিত রেখে সিলেবাসের 30 শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রক ৷ CBSE-কে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠক্রমটি সংশোধন করার নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে ৷ তবে CBSE-র তরফ থেকে জানানো হয়, এই সিলেবাসটি ইন্টারনাল অ্যাসেসমেন্ট ও বর্ষশেষের পরীক্ষার অংশ হবে না ৷

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে লেখেন, ‘‘বর্তমানে দেশ ও বিশ্বের এই অভূতপূর্ব পরিস্থিতির উপর নজর রেখে CBSE-কে পাঠক্রম সংশোধন করে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উপর চাপ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷’’ তিনি টুইটে আরও যোগ করে বলেন, ‘‘শেখার গুরুত্ব মাথায় রেখে মূল বিষয়গুলি অপরিবর্তিত রেখে 30 শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’

CBSE-র প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, কোরোনা সংক্রমণ রুখতে যে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে স্কুলগুলি বন্ধ থাকায় ক্লাসরুমে পড়াশোনার সুযোগ হারিয়েছে পড়ুয়ারা ৷ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী 2020-21 শিক্ষাবর্ষের নবম থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস সংশোধন করে সংক্ষেপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সিলেবাসের এই পরিবর্তনগুলি কোর কমিটি পর্যালোচনা করবে ৷

প্রসঙ্গত, CISCE বোর্ডের তরফ থেকেও গত সপ্তাহে 25 শতাংশ পাঠক্রম হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

গত মাসে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সিলেবাসের 30 শতাংশ হ্রাস করার প্রস্তাব দেন ৷ 24 মার্চ লকডাউন ঘোষণার পর থেকেই দেশের সমস্ত স্কুল-কলেজগুলি বন্ধ রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details