পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBSE-র ক্লাস টুয়েলভের ফল প্রকাশ - class 12 exam results announced

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jul 13, 2020, 12:43 PM IST

Updated : Jul 13, 2020, 2:51 PM IST

13:27 July 13

দিল্লি, 13 জুলাই : আজ ক্লাস টুয়েলভের ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ৷ ছাত্রছাত্রীরা অনলাইন ও অফলাইন উভয়ভাবেই জানতে পারবে ফল ৷ 

যে সমস্ত সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে, সেগুলি হল-

  • cbse.nic.in
  • www.results.nic.in
  • www.cbseresults.nic.in

ফলপ্রকাশের কিছু সময় পরই ক্র্যাশ করে যায় বোর্ডের ওয়েবসাইট ৷ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে বলা হয়, বোর্ড ফলগুলি দেশের সমস্ত স্কুলে পাঠিয়ে দিয়েছে ৷ ছাত্রছাত্রীরা তাদের নম্বর জানার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে ৷

13:27 July 13

ক্লাস টুয়েলভের ফলপ্রকাশের তালিকা

এবছর CBSE-র ক্লাস টুয়েলভের পরীক্ষা শুরু হয় 15 ফেব্রুয়ারি ৷ পরীক্ষা শেষ হয় 30 মার্চ ৷ পরীক্ষায় মোট পাশের হার 88.78 শতাংশ ৷ যা গত বছরের তুলনায় 5.38 শতাংশ বেড়েছে ৷ গতবছর মোট পাশের হার ছিল 83.4 শতাংশ ৷ অন্যদিকে, এবছর ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় বেশি ৷ ছাত্রীদের পাশের হার ছাত্রদের থেকে 5.96 শতাংশ বেশি ৷

13:27 July 13

ক্লাস টুয়েলভের ফলপ্রকাশের তালিকা

তবে এবার কোরোনার জেরে কোনও মেধা তালিকা প্রকাশ করা হবে না বলে জানিয়েছে বোর্ড ৷ 

12:41 July 13

ক্লাস টুয়েলভের ফলপ্রকাশের তালিকা

এর আগে 9 জুলাই ক্লাস টেন ও টুয়েলভের ফল প্রকাশের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল ৷ তাতে বলা হয়েছিল, 11 ও 13 জুলাই ফলপ্রকাশ করবে CBSE ৷ কিন্তু, বোর্ডের তরফে পরে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, এমন কোনও ঘোষণা CBSE-র তরফে করা হয়নি ৷ সমস্তটাই ভুয়ো ৷

Last Updated : Jul 13, 2020, 2:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details