দিল্লি, 2 ফেব্রুয়ারি : এই বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হবে মে মাসের 4 তারিখে ৷ শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোরোনা সংক্রান্ত সমস্ত প্রোটোকল মেনে পরীক্ষা হবে ৷ মে মাসের 4 তারিখ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হলেও, একই দিনে পরীক্ষা শেষ হচ্ছে না৷ 7 জুন পর্যন্ত চলবে দশমের পরীক্ষা ও 11 জুন পর্যন্ত চলবে দ্বাদশের পরীক্ষা৷
শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে যে মার্চের 1 তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে৷ আগামী 15 জুলাই সিবিএসই এবারের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে৷
করোনা পরিস্থিতির জেরে গত মার্চ থেকে বন্ধ স্কুল-কলেজ৷ গত বছর অন্যান্য বোর্ডের পরীক্ষার মতো সিবিএসইর-ও দশম ও দ্বাদশের পরীক্ষা সম্পূর্ণ করা যায়নি৷ ফলে এবার পরীক্ষা কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ অনেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি তুলেছিলেন৷ কিন্তু মাস খানেক আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে বৈঠক করা হয় স্কুল শিক্ষকদের সঙ্গে৷ সেখানে আলোচনা হওয়ার পর জানা গিয়েছিল যে পরীক্ষা এবার অফলাইনেই হবে৷
আরও পড়ুন :সীমান্ত সুরক্ষায় ভারত আর অন্য দেশের উপর নির্ভরশীল নয় : রাজনাথ
আর সেই মতো পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা হয়ে গেল৷ তবে এখনও পরীক্ষার সূচি জানা যায়নি৷