দিল্লি, 15 জুন: প্রকাশিত হল CBSE দশম শ্রেণির ফল ৷ এবার পাশের হার গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে ৷ এবার পাশের হার 91.46 শতাংশ ৷ গত বছর যেটা ছিল 91.10 শতাংশ ৷ পাশের হারে ছেলেদের ছাপিয়ে গেছে মেয়েরা ৷
বুধবার CBSE ক্লাস টেনের ফলপ্রকাশের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷ এবার CBSE-তে মেয়েদের পাশের হার 93.31 শতাংশ ৷ সেখানে ছেলেদের পাশের হার 90.14 শতাংশ ৷ মোট পরীক্ষার্থীর মধ্যে 41 হাজার 804 জন পড়ুয়া 95 শতাংশের বেশি পেয়ে পাশ করেছে ৷
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18,73,105 জন । পাশ করেছে 17,13,121 জন । এবার 90 শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা কমেছে । গত বছর 2.2 লাখ ছাত্রছাত্রী 90 শতাংশের বেশি নম্বর পেয়েছিল । এবার তা কমে দাঁড়িয়েছে 184,358-এ ।
CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ
পাশের হারে সবার প্রথমে রয়েছে ত্রিবান্দ্রম ৷ সবচেয়ে বেশি 99.28 শতাংশ পড়ুয়া পাশ করেছে ত্রিবান্দ্রমে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই ৷ সেখানের পাশের হার 98.95 শতাংশ ৷ তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুুরু রিজিয়নে পাশের হার 98.23 শতাংশ ৷
CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ