পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাথরস : অভিযুক্তদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে গ্রামে CBI

উত্তরপ্রদেশের হাথরসে দলিত যুবতিকে গণধর্ষণ ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সন্দীপ, রবি, রামু এবং লবকুশের পরিবারের সদস্যদের জেরা করতে গ্রামে পৌঁছাল CBI -এর তদন্তকারী দল ।

CBI AT HATHRAS
CBI AT HATHRAS

By

Published : Oct 15, 2020, 1:46 PM IST

হাথরস, 15 অক্টোবর : হাথরসের ঘটনায় আজ অভিযুক্তদের পরিবারের সদস্যদের জেরা করতে বুলগাড়ি গ্রামে পৌঁছাল CBI -এর তদন্তকারী দল ।

সেপ্টেম্বরের 14 তারিখ উত্তরপ্রদেশের হাথরসে দলিত যুবতিকে গণধর্ষণ ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সন্দীপ, রবি, রামু এবং লবকুশের পরিবারের সদস্যদের জেরা করতে গ্রামে পৌঁছায় CBI -এর তদন্তকারী দল । তদন্ত শুরু হওয়ার 4 দিনের মাথায় অভিযুক্তদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে CBI ।

এর আগে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার হাথরস পৌঁছায় CBI -এর তদন্তকারী দল । নির্যাতিতার মৃতদেহ যেখানে সৎকার করা হয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করে । গতকাল নির্যাতিতার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় । হাথরসে CBI -এর অস্থায়ী ক্যাম্প অফিসে 6 ঘণ্টা 40 মিনিট ধরে চলে জিজ্ঞাসাবাদ । হাথরসে কৃষি বিভাগের একটি ভবনে অস্থায়ী ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details