লখনউ, 16 সেপ্টেম্বর : বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় সেপ্টেম্বরের 30 তারিখ রায় জানাবে CBI-এর বিশেষ আদালত ৷
প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, BJP নেতা এম এম যোশী, উমা ভারতী এবং বিনয় কাটিয়ার-সহ 32 জন অভিযুক্তকে সেদিন আদালত চত্বরে হাজির থাকতে বলা হয়েছে ৷ ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন CBI-এর বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্রকুমার যাদব ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই এই মামলা সংক্রান্ত 800 পাতার লিখিত তর্ক-বিতর্ক জমা করেছে CBI ৷
গত মাসেই বাবরি মসজিদ ধ্বংস মামলায় দুই মামলাকারী প্রত্যক্ষদর্শী হাজ়ি মহম্মদ আহমদ, সৈয়দ আখলাখের আবেদন নাকচ করেছে আদালত ৷ এর আগে সুপ্রিম কোর্ট 31 অগাস্ট পর্যন্ত CBI-এর বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্রকুমার যাদবের কার্যকারী সময়কাল বাড়িয়ে ছিল ৷ পাশাপাশি তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল এই সময়ের মধ্যে ট্রায়াল ও রায়দান সম্পূর্ণ করতে হবে ৷ পরে অবশ্য শীর্ষ আদালত আরও একমাস সময় দেয় এই মামলায় রায়দানের জন্য ৷
1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেছিল । বরিষ্ঠ BJP নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীরা সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ ছিল ।