পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBI-কেও প্রশাসনিক নিয়ন্ত্রণমুক্ত করা উচিত : প্রধান বিচারপতি

প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে CBI-র মুক্তি পাওয়া উচিত বলে মত প্রকাশ করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । বিজ্ঞান ভবনে CBI আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, "দেশের মুখ্য তদন্তকারী সংস্থা CBI-কে প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য আইন এনে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া উচিত ।" তাঁর প্রশ্ন, "যখন মামলায় কোনও রাজনৈতিক বাধা থাকে না, তখন CBI ভালো কাজ করে কী করে ? " তিনি মনে করেন, কয়েকটি হাই-প্রোফাইল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় এজেন্সি তদন্তের মান পূরণ করতে পারেনি ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

By

Published : Aug 14, 2019, 9:54 AM IST

দিল্লি, 14 অগাস্ট : CAG-এর মতো CBI-কেও প্রশাসনিক নিয়ন্ত্রণমুক্ত করা উচিত বলে মত প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । গতকাল বিজ্ঞান ভবনে CBI আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, "দেশের মুখ্য তদন্তকারী সংস্থা CBI-কে প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য আইন এনে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া উচিত । ওই বিধিবদ্ধ অবশ্যই CAG (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল)-র মতো হতে হবে । যাতে এজেন্সির প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন থাকে ।"

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি CBI-র প্রশংসা করেন । তিনি জানান, যে কয়েকটি তদন্তকারী সংস্থা নিজেদের কাজের জন্য বিশেষ ছাপ ফেলতে পেরেছে, তাদের মধ্যে CBI অন্যতম । এরপরই তাঁর প্রশ্ন, "যখন মামলায় কোনও রাজনৈতিক প্রভাব থাকে না, তখন CBI ভালো কাজ করে কী করে ? " তিনি মনে করেন, সবসময় না হলেও অধিকাংশ সময় জনসাধারণের নজর যে কোনও সরকারি প্রতিষ্ঠানের সাফল্যের চেয়ে ব্যর্থতার দিকেই থাকে । প্রধান বিচারপতি বলেন, "এটা সত্যি যে বেশ কয়েকটি হাই-প্রোফাইল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় CBI আদালতের মানদণ্ডে পৌঁছাতে পারেনি ৷ । একইভাবে এটাও সত্যি যে এই জাতীয় ত্রুটি কদাচিত ঘটেনি । এই ধরনের ত্রুটি প্রাতিষ্ঠানিক আকাঙ্ক্ষা, কর্মসংস্কৃতি এবং সরকারি রাজনীতির মধ্যে গভীর অমিলের ইঙ্গিত দেয় ।"

প্রধান বিচারপতির কথায়, "CBI-কে রাজনৈতিক উপকরণ হিসাবে ব্যবহার করার সম্ভাবনা এখনও বজায় রয়েছে । এটা নিয়ে আমার সন্দেহ নেই যে এই জাতীয় পরিস্থিতি মোকাবেলা করার জন্য সংস্থার মধ্যে পর্যাপ্ত ক্ষমতা ছাড়াও আরও অনেক কিছু আছে ।"

প্রধান বিচারপতি বলেন, "সরকারি নিয়ন্ত্রণ থেকে CBI-র গুরুত্বপূর্ণ দিকগুলি বাদ রাখার চেষ্টা করতে হবে । CBI-কে CAG-র সমতুল মর্যাদা দিতে হবে । CBI-র সাংগঠনিক কাঠামো, কার্যাবলী, ক্ষমতার সীমা, তত্ত্বাবধান এবং মামলার তদারকি সম্পর্কিত ঘাটতিগুলি সমাধান করার জন্য আইন আনতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details