পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

1800 কোটি জালিয়াতি, তল্লাশিতে সিবিআই - স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া

একটি ফরেন্সিক অডিটের পর ব্যাঙ্কের তরফে অভিযোগ করা হয়েছে, যে সংস্থাটি জালিয়াতির উদ্দেশ্য়ে, ব্যাঙ্কের সম্পত্তি নয়ছয় করেছে ৷ সেই অভিযোগ মতোই আজ দিল্লিতে ওই সংস্থার বিভিন্ন দপ্তর এবং এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা ৷

cbi-searches-3-locations-in-delhi-in-rs-1800-crore-bank-fraud-case
SBI’র 1800 কোটি টাকার জালিয়াতি, দিল্লিতে অভিযুক্ত সংস্থার অফিসে তল্লাশি CBI’র

By

Published : Dec 4, 2020, 9:57 PM IST

দিল্লি, 4 ডিসেম্বর : দিল্লিতে স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে 1800 কোটি টাকার জালিয়াতির অভিযোগ ৷ সেই ঘটনায় শুক্রবার দিল্লির লাজপত নগর সহ মোট তিনটি জায়গায় হানা দিল সিবিআই ৷ এসবিআই তাদের অভিযোগে জানিয়েছে, লাজপতনগরের জয় পলিকেম লিমিটেড নামে একটি সংস্থা 1800.72 কোটি টাকার জালিয়াতি করেছে ৷

একটি ফরেন্সিক অডিটের পর ব্যাঙ্কের তরফে অভিযোগ করা হয়েছে, যে সংস্থাটি জালিয়াতির উদ্দেশ্য়ে, ব্যাঙ্কের সম্পত্তি নয়ছয় করেছে ৷ সেই অভিযোগ মতোই আজ দিল্লিতে ওই সংস্থার বিভিন্ন দপ্তর এবং এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা ৷ সিবিআইয়ের তরফে এমনটাই জানিয়েছেন, আর কে গৌড় ৷

আরো পড়ুন : বাড়িতে CBI, অসুস্থ হয়ে মৃত্যু ECL-র সিকিউরিটি অফিসারের

ABOUT THE AUTHOR

...view details